রবিবার সকাল, তখন বাজে সাড়ে ৯টা। জানা যায়, ঠাকুরপুকুর বাজারের কাছে ডি. এইচ. রোডে একটি গাড়ি বেশ কয়েক জন পথচারীকে ধাক্কা মেরেছে। শোনা যায়, সেই গাড়িটি নাকি চালাচ্ছিলেন পরিচালক ভিক্টো, আর গাড়িতে ছিলেন অভিনেতা আরিয়ান ভৌমিক, ঋতুপর্ণা সেন ওরফে ঋ, সান বাংলা চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু এবং ইউটিউবার স্যান্ডি সাহা। জানা যায়, দুর্ঘটনার আগেই গাড়ি থেকে নেমে গিয়েছিলেন অভিনেতা আরিয়ান ভৌমিক ও স্যান্ডি সাহা। এদিকে টলিপাড়ায় খবর ছড়িয়ে পড়ে অভিনেতা আরিয়ান ভৌমিক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন, তিনি নাকি গাড়ি দুর্ঘটনার পর গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি।
এদিকে এখবর আরিয়ানের কানে পৌঁছতেই আকাশ থেকে পড়েন তিনি। আনন্দবাজারকে তিনি অবাক হয়ে জানান, হাসপাতালে থাকলে তাঁর ভূমিকায় সান বাংলার ‘ভিডিয়ো বৌমা’র শ্যুটিং করছে কে! অর্থাৎ তাঁর কথাতেই স্পষ্ট হয়, দুর্ঘটনার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই, আর তিনি হাসপাতালেও ভর্তি নন।
এদিকে টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, কার্যনির্বাহী প্রযোজক, ইউটিউবার, সকলে মিলে অভিজাত পানশালায় মদ্যপান করেন। আর সেকারণেই নাকি ভোরে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। আনন্দাবাজার সূত্রে খবর, পুলিশা আরিয়ান ভৌমিক ছাড়া বাকিদের আটক করেছেন।
দুর্ঘটনা
রবিবার সকাল সাড়ে ৯টায় ঠাকুরপুকুর বাজারের কাছে দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর একটি গাড়ি মোট ৬ জন পথচারীকে ধাক্কা মারে, তাঁরা গুরুতর জখম। তাঁদের মধ্যে ৪ জনকে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকি ২ জনকে স্থানান্তর করা হয়েছে ডায়মন্ড হারবার রোডের অন্য একটি বেসরকারি হাসপাতালে। পুলিশ চালক-সহ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আটক করেছে বলে জানা যাচ্ছে।