ট্রেন ধরবেন বলে বের হতে গিয়ে নগদ টাকা নিতে ভুলে গিয়েছেন? চলন্ত ট্রেনে নগদ টাকা ফুরিয়ে গিয়েছে? এসব নিয়ে টেনশন করার দিন এখন অতীত! ২০২৫ সালের ভারতীয় রেলে এখন আরও উন্নততর পরিষেবা। ‘এটিএম অন হুইল’ এর মাধ্যমে তাক লাগানো সুবিধা আনল ভারতীয় রেল। এবার থেকে এক্সপ্রেস ট্রেনেই পাবেন এটিএম(Atm)।
দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের ভিতরেই এবার থেকে থাকবে এটিএম। ট্রেনের ভিতর এই এটিএমের ট্রায়াল হয়ে গেল মহারাষ্ট্রের মানসাদ-পঞ্চাবতী এক্সপ্রেসে। ট্রেনে ওই এটিএমের ভিডিয়ো শেয়ার করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। ভাড়া-বহির্ভূত রাজস্বের মাধ্যমে রেলওয়ের রাজস্ব বৃদ্ধির চেষ্টায় এই উদ্যোগ এসেছে।জানা গিয়েছে, ট্রেনের ভিতর ছোট প্যান্ট্রি স্পেসকে এটিএম ইনস্টলেশনের এলাকায় রূপান্তরিত করেছে রেলের মেকানিক্যাল টিম। ভিডিয়োয় দেখা যাচ্ছে, এসি চেয়ারকার কোচের দরজার বাইরেই রয়েছে ট্রেনের ভিতরের ওই এটিএম।চলন্ত ট্রেনে এটিএমকে কাঁপুনি থেকে বাঁচাতে থাকছে রাবার প্যাড ও বল্ট।এটিএমের জন্য দেওয়া নির্দিষ্ট জায়গায় থাকছে অগ্নিনির্বাপক যন্ত্র। বেশ কিছু রিপোর্ট দাবি করছে, মঙ্গলবার পরীক্ষামূলক ব্যবহারের সময় সব কিছু ভালোভাবেই সম্পন্ন হয়েছে। তবে দুই একবার এটিএম যন্ত্রের সিগন্যাল খোয়া যায়। যদি ওই ট্রেনটিতে যাত্রাপথের কিছু অংশে ছিল টানেল।
রেল সফরের মাঝে ট্রেনের মধ্যেই এমন এটিএম দেখে খুশি ওই ট্রেনের যাত্রীরা। এসি কোচে এটিএম থাকলেও, ট্রেনের বাকি অংশ থেকেও সেখানে পৌঁছানো যাচ্ছে। আপাতত ট্রায়াল রান শুরু হয়েছে বলে জানিয়েছেন রেলের আধিকারিকরা, তবে জনপ্রিয়তা পেলে গুরুত্বপূ্রণ ট্রেনে শুরি হবে এই ট্রেনের ভিতর এটিএমের পরিষেবা।