Ayodhya’s Ram Mandir। সংকটজনক অযোধ্য়ার রামমন্দিরের প্রধান পুরোহিত

Spread the love

অযোধ্য়ায় রামজন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিতের ব্রেন স্ট্রোক হয়েছে বলে খবর। সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে ভর্তি রয়েছেন তিনি। সোমবার হাসপাতালের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

৮৫ বছর বয়সি মোহন্ত সত্যেন্দ্র দাস। সোমবার তাঁকে এসজিপিজিআইতে স্থানান্তর করা হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে ওই হাসপাতালে স্থানান্তর করা হয়। 

সোমবার একটি বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রী সত্যেন্দ্র দাস জীর স্ট্রোক হয়েছে। তাঁর ডায়াবেটিসের প্রবণতা রয়েছে। হাইপারটেনসিভের প্রবনতা রয়েছে তাঁর। রবিবার তাঁকে এসজিপিজিআইতে ভর্তি করা হয়েছিল। নিউরোলজি ওয়ার্ডের হাই ডিপেন্ডেন্সি ওয়ার্ডে তাঁকে ভর্তি করা হয়েছে। সোমবার হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিবৃতির মাধ্য়মে গোটা বিষয়টি জানিয়েছে। 

সেই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, তাঁর শারীরিক পরিস্থিতি অত্য়ন্ত সংকটজনক। তবে তিনি সাড়া দিচ্ছেন। তাঁর গুরুত্বপূর্ণ অঙ্গের পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

প্রসঙ্গত বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল। ১৯৯২ সালের ৬ ডিসেম্বরের ঘটনা। এরপর সেই অস্থায়ী রামমন্দিরের পুরোহিত নিযুক্ত করা হয়েছিল শ্রী সত্যেন্দ্র দাসকে।  এরপর থেকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি এই রামমন্দির সম্পর্কিত বিষয়ের সঙ্গে যুক্ত। এবার অসুস্থ তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *