বাংলাদেশের সেনা প্রধানকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে একাধিক খবর এসেছে চর্চায়। এবার বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামানের রাশিয়া যাওয়ার খবরও কেড়েছে শিরোনাম। প্রসঙ্গত, বাংলাদেশের সেনাপ্রধানের সেদেশের দুই যুব নেতার সাক্ষাৎ ঘিরে বিস্তর চাঞ্চল্য দেখা যায় বাংলাদেশের রাজনৈতিক আঙিনায়। জল্পনায় উঠে আসে নানান প্রসঙ্গ।
সদ্য বেশ কিছু রিপোর্টে প্রশ্ন তোলা হয়, বাংলাদেশে কি সেনা অভ্যুত্থান ঘটতে চলেছে? তা নিয়ে বক্তব্য পাল্টা বক্তব্য উঠতে থাকে। এরই মাঝে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার উজ জামানের সঙ্গে সেদেশের নব গঠিত পার্টি এনসিপির হাসনাত ও সারজিস আলমের সাক্ষাৎ ঘিরে হাসনাতের একটি পোস্টের পর তোলপাড় হয়েছে বাংলাদেশের রাজনীতি। সেই পর্ব কাটিয়ে মার্চের শেষের দিকেই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান ঢাকায় সেনানিবাসের প্রাঙ্গণে সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেখান থেকেই তিনি, দেশে গুজব ছড়ানো হচ্ছে, বলে উদ্বেগ প্রকাশ করেন। তিনি ধৈর্যের সঙ্গে সেনাকে পরিস্থিতি সমলানোর কথা জানান। এরপরই জানা গিয়েছে, রাশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান। বাংলাদেশের সেনার তরফেই জানানো হয়েছে, রাশিয়া সফরে গিয়েছেন সেদেশের সেনাপ্রধান। ১০ এপ্রিল তিনি রাশিয়া থেকে ক্রোয়েশিয়া যাবেন। ফের ১২ এপ্রিল তাঁর দেশে ফেরার কথা।
কী অ্যাজেন্ডা রয়েছে?
জানা গিয়েছে, বাংলাদেশের সরকারি কর্মসূচি নিয়ে রাশিয়ায় গিয়েছেন সেদেশের সেনা প্রধান। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরকালে ওয়াকার উজ্জামান রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক,অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সামরিক বাহিনী বিষয়ক দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়েও তিনি মত বিনিময় করবেন বলে জানানো হয়েছে। এছাড়াও তাঁর, সেখানে কয়েকটি অস্ত্র কারখানা পরিদর্শনের কথা রয়েছে। পরিদর্শনের কথা রয়েছে কয়েকটি সামরিক স্থাপনারও।