Bangladesh Army in Myanmar। এবার বড় পদক্ষেপের পথে বাংলাদেশের সশস্ত্র বাহিনী

Spread the love

ইতিমধ্যেই মায়ানমারে সামরিক বাহিনীর দল পাঠিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। এরই মাঝে এবার বাংলাদেশও সেনাবাহিনীর একটি দল পাঠিয়ে মায়ানমারকে সাহায্য করতে চাইছে। এই আবহে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর বা আইএসপিআর বলেছে, ‘ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে মায়ানমারে ওষুধ, ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে। বিশেষ বিমানে মায়ানমারে যাচ্ছে সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল।’

এদিকে ব্রিটেন ১০ মিলিয়ন পাউন্ড অর্থ সাহায্যের ঘোষণা করেছে মায়ানমারের জন্যে। এদিকে মায়ানমারে ৮২ সদস্যের উদ্ধারারী দল পাঠিয়েছে চিন। এদিকে বেজিংয়ের তরফ থেকে ১০০ মিলিয়ন ইউয়ান বা ১৩.৮ মিলিয়ন ডলারের অর্থ সাহায্যের ঘোষণা করা হয়েছে মায়ানমারের জন্যে। এদিকে উরোপীয় ইউনিয়ন প্রাথমিক জরুরি সহায়তার জন্য ২.৫ মিলিয়ন ইউরোর ঘোষণা করেছে। ভূমিকম্পকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন মায়ানমারকে সহায়তা করবে। এদিকে, আয়ারল্যান্ড প্রাথমিকভাবে ছয় মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই অর্থসাহায্য রেডক্রস এবং রাষ্ট্রসংঘের মাধ্যমে দেবে তারা।

এদিকে মায়ানমারকে সাহায্য করতে ইতিমধ্যেই ভারত ‘অপারেশন ব্রহ্ম’ চালু করার ঘোষণা করেছে। মায়ানমারের সামরিক জুন্তা প্রধানের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতীয় প্রধানমন্ত্রী। ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৮০ জন সদস্যকে মায়ানমারে পাঠানো হয়েছে উদ্ধারকাজে সাহায্য করার জন্যে। এদিকে ভারতের তরফ থেকে বিভিন্ন অত্যাবশ্য ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে মায়ানমারে। জানা গিয়েছে প্রতিবেশী দেশকে প্রথম দফায় ১৫ টন ত্রাণ পাঠিয়েছে ভারত। এরপর আরও কয়েক দফায় ত্রাণ পাঠানো হয়েছে মায়ানমারে। আকাশপথের পাশাপাশি সমুদ্রপথেও মায়ানমারে ত্রাণ পাঠিয়েছে ভারত। সব মিলিয়ে এখনও পর্যন্ত ১৩৭ টন সামগ্রী পাঠিয়েছে ভারত। এদিকে ওপারেশন ব্রহ্মায় অংশ নিতে ভারতীয় সেনাবাহিনীর ৬০টি প্যারা ফিল্ড অ্যাম্বুলেন্স মায়ানমারের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। এরই সঙ্গে সেনার একটি বিশেষ মেডিক্যাল টাস্কফোর্সও মায়ানমারে যাচ্ছে।

উল্লেখ্য, ভয়াবহ ভূমিকম্পে মায়ানমারে এখনও পর্যন্ত ১ হাজার ৬৪৪ জনের প্রাণহানি ঘটেছে এবং ৩ হাজার ৪০৮ জন আহত হয়েছেন। এদিকে এখনও ১৩৯ জন নিখোঁজ রয়েছেন। এদিকে ভূমিকম্পে বিধ্বস্ত থাইল্যান্ডেও মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। ব্যাংকক মেট্রোপলিটন কর্তৃপক্ষ জানিয়েছে যে এই প্রাকৃতিক বিপর্যয়ে ৩২ জন আহত হয়েছেন এবং এখনও ৮৩ জন নিখোঁজ রয়েছে। এদিকে আটকে পড়া ব্যক্তিদের ধ্বংসাবশেষের নীচে থেকে বের করতে উদ্ধারকারী দলের সঙ্গে হাত মিলিয়েছেন স্থানীয়রাও। খালি হাতেই ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা করছেন তারা। এদিকে রাষ্ট্রসংঘের অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অফ হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) জানিয়েছে, রাস্তাঘাট ও পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় মায়ানমারে মানবিক সহায়তা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। সংস্থাটি বলছে, আরও ভূমিকম্পের আশঙ্কায় হাজার হাজার মানুষ খোলা জায়গায় রাত কাটিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *