Bangladesh Eid ul Fitr 2025 Date। জাতীয় ইদগাহে কখন নমাজের ৫ জামাত হবে?

Spread the love

বাংলাদেশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেল। আর আজ চাঁদ দেখা যাওয়ার ফলে সোমবারই (৩১ মার্চ) বাংলাদেশে ইদ পালন করা হবে। রবিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা খালিদ হোসেন জানিয়েছেন, ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন কার্যালয়, বাংলাদেশের আবহাওয়া দফতর, মহাকাশ গবেষণা সংস্থার থেকে যে তথ্য পাওয়া গিয়েছে, সেটা অনুযায়ী রবিবার ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে। তাই নিয়ম মেনে সোমবারই ইদ পালন করা হবে। আর এবার ইদের দিন দুর্যোগের কোনও পূর্বাভাস নেই। ফলে আনন্দের মাত্রাটা কয়েকগুণ বেড়ে গিয়েছে।

তারইমধ্যে ইদের জন্য শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনুস। তিনি বলেছেন, ‘পবিত্র ইদুল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশের সব নাগরিককে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি আমি। শান্তি, ভ্রাতৃত্ব এবং সহমর্মিতার এক অভূতপূর্ব বন্ধন তৈরি করে ইদ।’

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কখন নমাজের জামাত হবে?

ইসলামিক ফাউন্ডেশনের তরফে জানানো হয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইদের নমাজ পাঠ করা হবে। সকাল সাতটা থেকে সকাল ১০ টা ৪৫ মিনিট পর্যন্ত নমাজের মোট পাঁচটি জামাতের আয়োজন করা হয়েছে। প্রতিটি জামাতের ইমামতি করবেন আলাদা-আলাদা ব্যক্তি। যদি ইমাম কোনও কারণে অনুপস্থিত থাকেন, তাহলে সেই দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মৌলানা মহম্মদ জাকির হোসেন। আর কোন জামাত কখন পড়া হবে, তা দেখে নিন –

১) প্রথম জামাত: সকাল ৭ টা।

২) দ্বিতীয় জামাত: সকাল ৮ টা।

৩) তৃতীয় জামাত: সকাল ৯ টা।

৪) চতুর্থ জামাত: সকাল ১০ টা।

৫) পঞ্চম জামাত: সকাল ১০ টা ৪৫ মিনিট।

ঢাকায় নমাজ পড়বেন ইউনুস

তারইমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফে জানানো হয়েছে যে ঢাকায় ইদ পালন করবেন ইউনুস। ইদের দিন সকাল-সকাল বাংলাদেশের জাতীয় ইদগাহ মাঠে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নমাজ পড়বেন। তারপর বিকেলে তেজগাঁওয়ে বিভিন্ন মানুষের সঙ্গে ইদ পালন করবেন। শুভেচ্ছা বিনিময় করবেন তাঁদের সঙ্গে।

ইদে নিশ্চিন্দ্র নিরাপত্তা, দাবি ঢাকা পুলিশের

সেই আবহে ঢাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। রবিবার জাতীয় ইদগাহ মাঠ পরিদর্শনের পরে ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মহম্মদ সাজ্জাত আলি জানিয়েছেন যে ইদে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য গোয়েন্দা পুলিশ, সন্ত্রাস-বিরোধী বাহিনী মোতায়েন করা হচ্ছে। পুরো বিষয়টির উপরে নজর থাকবে বাংলাদেশ সেনাবাহিনীরও। জাতীয় ইদগাহে তো পাঁচস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *