Bangladesh Latest Update। হাসিনা সরকার পতনের পর ইউনুস আমলে বাংলাদেশে আরও এক ‘পরিবর্তন’

Spread the love

গত বছর ৫ অগস্ট বাংলাদেশের মসনদ থেকে পতন হয়েছিল শেখ হাসিনা সরকারের। এরপর সেদেশের শাসনভার যায় অন্তর্বর্তী সরকারের উপর। যার প্রধান হলেন মহম্মদ ইউনুস। মহম্মদ ইউনুসের আমলে বাংলাদেশে একাধিক পরিবর্তন এসেছে। এবার বাংলা নববর্ষের আগে পাল্টে দেওয়া হল সেদেশের নববর্ষের অনুষ্ঠানের নাম, যা এতকাল ধরে প্রচলিত ছিল। বাংলাদেশের ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম বদল হয়েছে। নতুন নাম ঘোষণা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পাল্টে বাংলাদেশের নববর্ষের অনুষ্ঠানের শোভাযাত্রার নাম হবে,‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। শুক্রবার ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। প্রসঙ্গত, প্রতি বছর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে ঢাকার রাজপথে বাংলা নববর্ষের শোভাযাত্রা বের হয়। সেই শোভাযাত্রা এতদিন পর্যন্ত মঙ্গলশোভাযাত্রা নামে পরিচিত ছিল। তবে এবার থেকে ইউনুস আমলে তারও পরিবর্তন ঘটে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, ‘আমরা নাম পরিবর্তন করছি না। আমরা পুরোনো নাম এবং ঐতিহ্যে ফেরত যাচ্ছি, যেটা দিয়ে চারুকলার এই কার্যক্রম শুরু হয়েছিল।’ উল্লেখ্য, এই সাংবাদিক সম্মেলন আয়োজিত হয়েছিল বাংলাদেশে বাংলা নববর্ষের নানান দিক সম্প্রকে ঘোষণার জন্য। এর আগে, এই মঙ্গলশোভাযাত্রার নাম পাল্টানো নিয়ে বহু জল্পনা ছিল। বহু কানাঘুষও শোনা যায়। তবে, বহু বৈঠকের পরও নাম পরিবর্তন নিয়ে কোনও তথ্য আসেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে। ১৪৩২ বাংলা নববর্ষের আগের সপ্তাহে এল সেই নাম পরিবর্তনের ঘোষণা।

তথ্য বলছে, ১৯৮৯ সাল থেকে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা এই পয়লা বৈশাখে শোভাযাত্রা করে আসছে। জানা যাচ্ছে, তার শুরুতে নাম ছিল ‘আনন্দ শোভাযাত্রা’। এরপর নাম পাল্টায়। নব্বইয়ের দশকে বাংলাদেশে স্বৈরাচারবিরোধী আন্দোলনকে ঘিরে পটভূমিতে অমঙ্গলকে দূর করে মঙ্গলের আহ্বান জানিয়ে শোভাযাত্রার নাম হয় ‘মঙ্গল শোভাযাত্রা’। তথ্য বলছে, ২০১৬ সালের ৩০ নভেম্বর মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত করে। তবে সে শোভাযাত্রার নাম থেকে ‘মঙ্গল’ ছেঁটে ফেলা হল বাংলাদেশের বুকে। শোভাযাত্রা এবার ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *