মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে দেশে কোনও জঙ্গিবাদ সংক্রান্ত সমস্যা বাড়েনি বলে দাবি করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা মহম্মদ জাহাঙ্গির আলম চৌধুরী। এদিকে বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলেও দাবি করেন তিনি। তবে নিউইয়র্ক টাইমসে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করে শঙ্কা প্রকাশ করা হয়, ক্রমেই বাংলাদেশে ধর্মীয় উগ্রপন্থীরা নিজেদের প্রসার ঘটানোর সুযোগ দেখতে পাচ্ছে। এই বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা কিছু বলে চাননি।
উল্লেখ্য, গত কয়েক মাসে বাংলাদেশে মুক্তি পেয়েছেন সন্ত্রাসবাদী কার্যকলাপে অভিযুক্ত একের পর এক ‘প্রভাবশালী’। ইউনুস জমনায় চট্টগ্রাম অস্ত্রপাচার মামলায় বেকসুর খালাস পেয়েছেন ভারতের জঙ্গিদের অস্ত্র জোগানদাতা লুৎফুজ্জামান বাবর। গ্রেনেড হামলার অভিযোগ থেকে মুক্তি প্রাক্তন মন্ত্রী আবদুস সালাম (পিন্টু)। তিনি এই গ্রেনেড হামলার মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। পিন্টুর বিরুদ্ধে পাক অধিকৃত কাশ্মীরে ভারত-বিরোধী জঙ্গিগোষ্ঠীগুলিকে মদতেরও অভিযোগ রয়েছে। এদিকে আন্তর্জাতিক সন্ত্রাসী ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ তথা আল কায়েদার বাংলাদেশি শাখা আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিমউদ্দিন রাহমানিও ছাড়া পেয়েছে বাংলাদেশের জেল থেকে। তবে বাংলাদেশি সরকারের দাবি, তাদের আমলে সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই।
এদিকে বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে ১ ধাপ নীচে নেমেছে বাংলাদেশ। অর্থাৎ, সন্ত্রাসবাদ কমায় বাংলাদেশের আদতে ‘উত্থান হয়েছে’। সিডনিভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান দ্য ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশ আমেরিকার থেকে এগিয়ে ছিল সন্ত্রাসবাদ সূচকের নিরিখে। রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশ বিশ্ব সন্ত্রাসবাদ সূচকে আছে ৩৫তম স্থানে। তাদের স্কোর ৩.০৩। এদিকে একধাপ ওপরে ৩৪তম স্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের প্রাপ্ত স্কোর ৩.৫১৭।
এদিকে এই তালিকায় ভারত বাংলাদেশের ওনেকটাই ওপরে। যার অর্থ, ভারত আদতে সন্ত্রাসবাদের নিরিখে পিছিয়ে আছে বাংলাদেশের থেকে। রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালে ভারতের স্কোর ছল ৬.৪১১। অর্থাৎ, বাংলাদেশের স্কোর থেকে দ্বিগুণেরও সামান্য বেশি। ভারত এই তালিকায় আছে ১৪তম স্থানে। ২০২৩ সালেও ভারত এই একই স্থানে ছিল। এদিকে তালিকায় পাকিস্তানের হাল আরও বেহাল। সূচকে দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান। ভারতের থেকে ১২ ধাপ ওপরে তারা। ২০২৪ সালে পাকিস্তান দুই ধাপ ওপরে উঠেছে। অর্থাৎ, সেখানে ২০২৩ সালের তুলনায় সন্ত্রাসবাদ বেড়েছে। পাকিস্তানের প্রাপ্ত স্কোর ৮.৩৭৪। বিশ্বের সবচেয়ে বেশি সন্ত্রাসবাদ কবলিত দেশ হল বুরকিনা ফাসো। এদিকে আফগানিস্তান এই তালিকায় নবম স্থানে।