Bangladesh to India on SAARC।  ভারতের কাছে সার্ক বৈঠকের পক্ষে সওয়াল বাংলাদেশের

Spread the love

উরিতে জঙ্গি হামলার পর থেকেই সার্কের বৈঠক আর হয়নি। উল্লেখ্য, ওমানের রাজধানী মাসকটে ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে দুই দেশের বিদেশমন্ত্রী মুখোমুখি হয়েছিলেন। সেই বৈঠকেই জয়শংকরের কাছে তৌহিদ হোসেন আবেদন জানান যাতে সার্ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক আয়োজনের ওপর গুরুত্ব দিয়ে বিষয়টি বিবেচনা করে ভারত। প্রসঙ্গত, গত ২০১৬ সালে উরিতে জঙ্গি হামলার পর থেকে গত ৯ বছরে সার্কের বৈঠক আর হয়নি। এদিকে আগামী ৩-৪ এপ্রিল থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলদেশের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনুস। সেই সময় মোদী-ইউনুস মুখোমুখি বৈঠকে বসবেন কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে। এরই মাঝে জয়শংকর-তৌহিদের বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ। 

এদিকে আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বিএসএফ এবং বিজিবির প্রধানদের বৈঠক হতে চলেছে। সাম্প্রতিক সময়কালে ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্তের বিভিন্ন জায়গায় যে উত্তেজনা ছড়িয়েছে, তার সমাধানসূত্র সেই সম্মেলনে বেরিয়ে আসবে বলে আশা করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং বাংলদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন। 

অপরদিকে বাংলাদেশের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তৌহিদ হোসেন ও জয়শঙ্কর দুই দেশের পারস্পরিক স্বার্থ ও উদ্বেগের বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে গত বছরের সেপ্টেম্বরের রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুজনের আলোচনার প্রসঙ্গ উল্লেখ করা হয়। গত ডিসেম্বরে ঢাকায় দুই দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের উল্লেখও করা হয়। এছাড়া গত ১০-১১ ফেব্রুয়ারি জ্বালানি উপদেষ্টার দিল্লিতে একটি সম্মেলনের যোগদানের বিষয়টিও উঠে আসে।

এছাড়া দুই দেশের মধ্য়ে সম্পাদিত গঙ্গার জল বন্টনে চুক্তি ফের পুনর্নবীকরণের আলোচনা শুরুর উপর জোর দিয়েছেন তৌহিদ হোসেন। এদিকে বৈঠকের পর ভারতের বিদেশমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা মহম্মদ তৌহিদহোসেনের সঙ্গে সাক্ষাৎ হল। আলোচনার কেন্দ্রে ছিল দ্বিপাক্ষিক সম্পর্ক। বিমসটেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *