Barasat DM Office Threat Mail। বারাসতে জেলাশাসকের দফতরে হুমকি চিঠি

Spread the love

কলকাতা জাদুঘরের পরে এবার বারাসতে জেলাশাসকের দফতরে বোমাতঙ্ক। বারাসতে জেলাশাসকের দফতরে বোম রাখা আছে বলে হুমকি চিঠি এসেছিল বলে খবর। আর তারপরই সতর্ক হয়ে যায় পুলিশ প্রশাসন। স্নিফার ডগ দিয়ে চলে তল্লাশি। বিভিন্ন গেটে মেটাল ডিটেক্টর দিয়ে চলে তল্লাশি।বিভিন্ন কারণে অনেকেই জেলাশাসকের দফতরে আসেন। তবে এবার গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। উত্তর ২৪ পরগনার জেলাশাসকের অফিসের প্রবেশের আগেই ব্যাগে তল্লাশি করা হয়।

বিভিন্ন গাড়ি, বিল্ডিং, বাগান এলাকায় স্নিফার ডগ দিয়ে তল্লাশি করা হয়। জেলা পুলিশের কর্তারাও এলাকায় চলে আসেন। জেলা শাসকের দফতরে প্রবেশের মুখে বিশেষ তল্লাশি চালানো হয়।

মেটাল ডিটেক্টর দিয়েও পরীক্ষা করে দেখা হয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছে জেলা পুলিশ।মঙ্গলবার কলকাতা জাদুঘরেও একই ধরনের বোমাতঙ্ক হয়েছিল। সেই সময় পুলিশ ও সিআইএসএফ গোটা এলাকায় তল্লাশি চালায়। পুলিশ ও বোম্ব স্কোয়াড এসে তল্লাশি চালায়। তবে শেষ পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে খবর। তবে সেই সময় ঘণ্টা তিনেক মিউজিয়াম বন্ধ রাখা হয়। ঘণ্টা তিনেক বন্ধ ছিল মিউজিয়াম। তারপর ফের খোলা হয়েছিল জাদুঘর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *