Bengal monk attacked। উন্নত চিকিৎসার জন্য কলকাতায় হিরন্ময় মহারাজ

Spread the love

চিকিৎসার প্রয়োজনে তমলুক থেকে কলকাতায় এলেন আক্রান্ত সন্ন্যাসী হিরন্ময় গোস্বামী(Hiranmoy Goswami)। বুধবার তাঁকে স্থানান্তরিত করা হয়। ওদিকে হিরন্ময় মহারাজের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে চিঠি দিয়েছেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যসী কার্তিক মহারাজ।

সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের দাসপুরে আক্রান্ত হন হিরন্ময় মহারাজ। তাঁকে শারীরিক হেনস্থা করার পাশাপাশি তাঁর জটা কেটে নেওয়া হয় বলে অভিযোগ। তার পর থেকেই তমলুকের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার তাঁর সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বুধবার কলকাতায় আসার সময় হিরন্ময় মহারাজ বলেন, শুভেন্দু অধিকারী হলেন রাজনৈতিক নেতা। যিনি আক্রান্ত সন্ন্যাসীর পাশে দাঁড়ানোর সাহস রাখেন।

ওদিকে হিরন্ময় মহারাজের ওপর হামলায় উদ্বেগ প্রকাশ করে কার্তিক মহারাজ বলেন, ‘সাধু সন্তরা তো সনাতন ধর্মের কথা প্রচার করবেই। সেজন্য তাদের ওপর আক্রমণ হচ্ছে। রাজ্য সরকার সাধু সন্তদের নিরাপত্তা দিতে ব্যর্থ। হিরন্ময় গোস্বামীর নিরাপত্তা নিয়ে আমি উদ্বিগ্ন। এর আগেও তাঁকে বহু জায়গায় বাধার মুখে পড়তে হয়েছে। তাই আমি কেন্দ্রীয় সরকারকে হিরন্ময় গোস্বামীকে নিরাপত্তা দিতে বলে চিঠি লিখেছি।’

এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি। শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রীর প্ররোচনাতেই রাজ্যে সাধু সন্তদের ওপর হামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *