Bengali New Serial। ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে আসছে নতুন মেগা

Spread the love

বর্তমান সময়ের হাওয়া মানলে সিরিয়ালের আসা যাওয়া লেগেই আছে। আজকাল খুব কম সংখ্যক ধারাবাহিক এক বছর পার করতে পারে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় কয়েক মাসে ফুরাচ্ছে গল্প। এর মধ্যেই জানা গেল নতুন ধারাবাহিক আসছে। আর সেখানে ফুটে উঠবে ত্রিকোণ প্রেমের গল্প। সেখানেই নায়িকার চরিত্রে থাকবেন তানিষ্কা তিওয়ারি। তাঁর সঙ্গে জুটি বাঁধছেন কম দুই অভিনেতা?

কী জানা গিয়েছে?

অ্যাক্রোপোলিস এন্টারটেইনমেন্টের প্রযোজনায় আসছে নতুন ধারাবাহিক, কানাঘুষোয় শোনা যাচ্ছে এমনি খবর। এখানে ফুটে উঠবে এক মা এবং তাঁর দুই ছেলের গল্প। এখানে মায়ের ভূমিকায় ধরা দেবেন জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা বসু। আর আগে যেমনটা বলা হল, নায়িকা হিসেবে থাকছেন তানিষ্কা তিওয়ারি। ভাবছেন দুই নায়কের ভূমিকায় থাকছেন কারা? আর্য দাশগুপ্ত এবং সায়ন মুখোপাধ্যায়। তাঁদের দুজনকে দেখা যাবে দুই ভাইয়ের চরিত্রে। আবার থাকবে ত্রিকোণ প্রেমের একটি অ্যাঙ্গেলও।

অঞ্জনার বড় ছেলে হয়ে ধরা দেবেন সায়ন, আর ছোট ছেলের ভূমিকায় থাকবেন আর্য। ফলে এই ধারাবাহিকে মা এবং দুই ছেলের সম্পর্কের কথার পাশাপাশি ত্রিকোণ প্রেমের গল্পও দেখা যাবে বলেই শোনা যাচ্ছে। যদিও সায়নের সঙ্গেই মূলত জুটি বাঁধবেন তানিষ্কা। কিন্তু আর্যর সঙ্গেও কি তাঁর কোনও সম্পর্ক থাকবে? এটা সময় এলেই স্পষ্ট হবে।

প্রসঙ্গত তানিষ্কা এবং আর্য দুজনে একসঙ্গে এর আগে গাঁটছড়া ধারাবাহিকে কাজ করেছেন। অভিনেত্রীকে এতদিন মূলত বিভিন্ন পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছে। এই প্রথমবার তিনি নায়িকার ভূমিকায় ধরা দিতে চলেছেন।

আজকালের তরফে জানানো হয়েছে ইতিমধ্যেই চরিত্রদের লুক সেট হয়ে গেলেও ধারাবাহিকের নাম কী হবে সেটা এখনও স্থির হয়নি। কবে এবং কোন চ্যানেলে আসবে এই মেগা সেটাও এখনই জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *