কামাখ্য়া এক্সপ্রেসে দুর্ঘটনা। রবিবার সকালে ওড়িশার কটকে লাইনচ্যুত হয়ে যায় কামাখ্য়া এক্সপ্রেস। জানা গিয়েছে, কটক স্টেশন ছাড়ার বেশ কিছুক্ষণ পর মাঙ্গুলি এবং নেরুগুন্ডি স্টেশনের মাঝে হঠাৎ ট্রেনটি ঝাঁকুনি দিয়ে লাইনচ্যুত হয়। সূত্রের মারফত জানা যাচ্ছে প্রায় দশটি কামরা রেললাইন থেকে নেমে যায়। বি ৪ থেকে বিফ ১৪ পর্যন্ত লাইনচ্যুত হয়েছিল।আতঙ্কে যাত্রীরা ট্রেন থেকে নেমে আসেন।
এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যাত্রীরা। তাঁর নাম শুভঙ্কর রায়। ২২ বছর বয়সি ওই তরুণের বাড়ি আলিপুরদুয়ারে। তিনি স্টিল কারখানায় কাজ করতেন। মায়ের হার্টের সমস্যা ছিল। সেকারণে তিনি মাকে নিয়ে বেঙ্গালুরুতে চিকিৎসা করাতে নিয়ে যাচ্ছিলেন। আর সেই ট্রেনেই মর্মান্তিক পরিণতি হল তাঁর। তিনি মাকে নিয়ে বেঙ্গালুরুতে চিকিৎসা করাতে নিয়ে গিয়েছিলেন। সেখান থেকে তিনি ফিরছিলেন। আর নিজের জেলায় ফেরা হল না। মৃত্য়ু হয়েছে তাঁর। তবে তাঁর মা আহত হননি বলেই খবর। অত্যন্ত মর্মান্তিক ঘটনা।
মাকে চিকিৎসা করাতে নিয়ে গিয়েছিলেন ছেলে। আর সেই ছেলের বাড়ি ফেরা হল না। কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। স্থানীয় জনপ্রতিনিধিরা তাঁর বাড়িতে গিয়ে সমবেদনা জানান।সূত্রের খবর, এই দুর্ঘটনায় মাত্র একজন যাত্রীরই মৃত্যু হয়েছে। আর তিনি হলেন আলিপুুরদুয়ারের বাসিন্দা।