বড় শহরে প্রায়শই যৌন হেনস্থার ঘটনা ঘটে। এমনই মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর। বৃহস্পতিবার রাতে বেঙ্গালুরুতে প্রকাশ্য রাস্তায় মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে।আর এই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হতেই ফের রাতের শহরে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্নটা তুলে দিয়েছে। প্রশ্ন উঠেছে কর্ণাটক সরকারের ভূমিকা নিয়েও।বিরোধীরা তীব্র সমালোচনা শুরু করেছে রাজ্যে কংগ্রেস সরকারের।
এই আবহে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পরমেশ্বর বলেন, ‘আমি প্রতিদিন পুলিশ কমিশনারকে সতর্ক থাকতে বলি, এলাকায় নজরদারি জোরদার করতে টহল দিতে বলি। আমি প্রায় রোজই এই কথাগুলো বলি। যখন এখানে-সেখানে কিছু ঘটনা ঘটে, তখন অবশ্যই মানুষের নজর সেদিকেই যাবে। পুলিশ ২৪X৭ কাজ করছে। কিছু ঘটনা এখানে-সেখানে ঘটে। এত বড় শহরে, এমন ঘটনা ঘটবেই। আইন আনুযায়ী যা যা পদক্ষেপ করা দরকার, তা করা হবে। রাতের শহরে পুলিশকে টহলদারি বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে।আমি আজ সকালেও কমিশনারের সঙ্গে কথা বলেছি।’
অন্যদিকে, সিদ্দারামাইয়া সরকারের তীব্র সমালোচনা করেছে বিজেপি। বিজেপির মুখপাত্র প্রশান্ত জি বলেন, ‘এটি খুবই অসংবেদনশীল মন্তব্য। তিনি কি যৌন হেনস্থা এবং মহিলাদের বিরুদ্ধে অপরাধকে স্বাভাবিক ভাবছেন? তিনি দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন এবং মানুষকে জবাব দিতে চাইছেন না।’ এদিকে বিজেপি বিধায়ক তথা প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী অশ্বথ নারায়ণ বলেছেন, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য তাঁর অসহায়ত্বকে প্রতিফলিত করে। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া ঘৃণ্য এবং হতাশাজনক। এই ঘটনা এবং বিবৃতির কারণে মানুষ আস্থা হারাচ্ছে। তার বক্তব্য থেকে বোঝা যায় যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি কতটা অসহায়। এর আগে জানুয়ারিতে বেঙ্গালুরুতে একটি গণধর্ষণের ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তাঁর মন্তব্য ছিল, ‘বিজেপি আমলে কি ধর্ষণ হত না?’ এনিয়ে বিরোধীদের ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। রাজ্যের বিজেপি নেতাদের অভিযোগ, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার নেতৃত্বাধীন সরকার ধর্ষণ, যৌন নির্যাতনের মতো ঘটনাগুলিকে ছোট করে দেখাতে চাইছে।
সাম্প্রতিক ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর বিটিএম লেআউট এলাকায়। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরায় গোটা ঘটনাটি বন্দি হয়েছে। ভিডিওতে দেখা গেছে, একটি সরু গলি দিয়ে হেঁটে আসছেন দুই মহিলা। জনশূন্য রাস্তাটির দুই পাশে বহু গাড়ি পার্ক করা রয়েছে। হঠাৎ এক ব্যক্তিকে দেখা যায় ওই দুই মহিলার পিছু নিতে। এরপর পিছন থেকে এসে এক মহিলাকে জাপটে ধরে ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তি। সিসিটিভি ফুটেজ দেখে অনুমান করা হচ্ছে মহিলার শরীরে অশ্লালীভাবে হাত দেয় ওই ব্যক্তি। সেই সময় আক্রান্ত মহিলার হাত ধরে ছিলেন দ্বিতীয় মহিলা। তাঁরা দু’জন মিলে ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আটকানোর চেষ্টা করেন। এরপরই তড়িঘড়ি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। পরে ওই দুই মহিলাকে সেখান থেকে হেঁটে চলে যেতে দেখা যায়। এদিকে, সিসিটিভি ক্যামেরার ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। বেঙ্গালুরু শহরের রাস্তায় মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।