BGT 2024-25। সূর্য উঠলে…পিচের চরিত্র আবহাওয়ার ওপর নির্ভর করবে

Spread the love

সবুজ ঘাসে ঢাকা পিচ, পার্থে ভারতের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। প্রথমবার ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে পার্থে। অন্যদিকে অপটাস স্টেডিয়ামে প্রথমবার টেস্ট ম্যাচ খেলবে ভারত। এর আগে যতবার পার্থে এই দু’দল মুখোমুখি হয়েছে খেলা হয়েছে পুরোনো ওয়াকা স্টেডিয়ামে। তবে সেই স্টেডিয়ামের পিচের থেকে যে নতুন স্টেডিয়ামের পিচ আলাদা হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

কিন্তু আবহাওয়ার কারণে পিচের সঠিকভাবে যত্ন নেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পিচ কিউরেটর। তিনি জানান, সাধারণত পার্থে পিচের যেভাবে যত্ন নেওয়া হয়ে থাকে সেভাবে নেওয়া সম্ভব হচ্ছে না। মূলত আবহাওয়ার কারণে। অবশ্য আগেই স্থানীয় আবহাওয়া দপ্তর জানিয়েছিল এই সপ্তাহের শুরুতে বৃষ্টি হবে। তবে টেস্টের দিন থেকে আবহাওয়া পরিষ্কারই থাকবে।

পার্থের পিচ কিউরেটর বলেন, ‘আমাদের কাছে আবহাওয়ার খবর আগের থেকেই ছিল। তাই কিছুটা আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম। আমি খুশি পিচে ঘাস থাকায়। আশা করব বাকি কাজটা সূর্য যখন উঠবে নিজে থেকেই হয়ে যাবে।’ আগেই পিচের ছবি প্রকাশ্যে এসেছিল। যেখান থেকে পার্থক্য করা মুশকিল হচ্ছিল কোনটা পিচ আর কোনটা আউটফিল্ড। তখনই বোঝা যাচ্ছিল এই পিচ পেসারদের বাড়তি সুবিধা দেবে। সেই বিষয়টিই স্পষ্ট করলেন পিচ কিউরেটর। তিনি এদিন জানিয়ে দিলেন পিচ থেকে বাড়তি গতি এবং বাউন্স পাবে পেসাররা।

এখন প্রশ্ন খেলার দিন পর্যন্ত কী এতো পরিমান ঘাস থাকবে উইকেটে, নাকি ছাঁটাই করা হবে? সেই বিষয় পিচ কিউরেটর অবশ্য জানিয়ে দিয়েছেন এখনই কিছু বলা সম্ভব নয়, শুক্রবার সকালে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু এরকম সবুজ ঘাসে মোড়া পিচ তৈরির জন্য কী কোনও চাপ ছিল পিচ কিউরেটরদের উপর? তিনি স্পষ্ট জানিয়ে দেন কোনও চাপ ছিল না। তাঁরা সবসময় সবচেয়ে ভালো পিচ তৈরির চেষ্টা করে থাকেন, সেটাই করেছেন।

এই হাইভোল্টেজ টেস্টকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই প্রচুর উন্মাদনা তৈরি হয়েছে। পার্থের পিচ কিউরেটর আশাবাদী দর্শকরা একটি উপভোগ্য টেস্ট ম্যাচ দেখতে পারবেন বলে। উল্লেখ্য, ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ২২ নভেম্বর থেকে। দীর্ঘদিন পর টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মাটিতে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে যথেষ্ট গুরুত্বপূর্ণ এই সিরিজ। বিশেষ করে ভারতের কাছে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে টেস্টে পরাজয়ের পর এই সিরিজে ভালো ফল করতে মরিয়া রোহিত-বিরাটরা। বর্তমানে WTC-এর পয়েন্ট টেবিলে ১ নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া এবং ২ নম্বরে রয়েছে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *