বাইকের নেশা কাড়ল তরতাজা যুবকের প্রাণ

Spread the love

কয়েক বছর আগে বাবা মারা গেছে,রয়েছে শুধু মা।এক ছেলে।আর ছেলের নেশা বাইক রাইড(Bike Ride)। বাইক চালিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে গেছেন রোহন। নিজের বাইক নিজে চালিয়ে প্রকৃতি অনুভব করে ঘুরতে খুব ভালোবাসতেন তিনি।আর সেই ভালোবাসাই কাল হল বছর ৩১ এর রোহন ঘোষের(Rohan Ghosh) জীবনে।

বন্ধুদের সঙ্গে বারাসত থেকে সিকিমে(Sikkim) ঘুরতে গিয়ে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল রোহনের(Rohan Ghosh)। কান্নায় ভেঙে পড়েছেন অভাগা মা। জানা যায়,পাহাড়ি পথে দুর্ঘটনায় জখম হয়েছেন তাঁর বন্ধু নিউটাউন চিনারপার্কের বাসিন্দা হিমাংশু রায়। গত ১৪ মার্চ, দোলের সকালেই এগারো জন বন্ধুর সঙ্গে বারাসত থেকে রওনা দিয়েছিলেন রোহনরা। শিলিগুড়ি(Siliguri) পর্যন্ত নিজের বাইকে গেলেও অনুমতি না থাকায় বন্ধুর বাইক নিয়ে পূর্ব গ্যাংটক(Gangtok) পৌঁছন রোহন। গত মঙ্গলবার পাকওয়াং জেলার লিংটাম ভিউ পয়েন্টে যাওয়ার জন্য হিমাংশুর বাইকের পিছনে বসেন রোহন। পাহাড়ি রাস্তায় বাঁক ঘোরার সময় ঘটে দুর্ঘটনা। সূত্রের খবর, পিছনের দিক থেকে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তাঁদের বাইকে। দু’জনেই রাস্তায় ছিটকে পড়লে ডাম্পারের চাকায় পিষ্ট হন রোহন। গুরুতর জখম হন বন্ধু হিমাংশু। সিকিমের সেনা-কর্মীরাই তাঁদের উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। চিকিৎসকরা রোহনকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর বাড়ি বারাসতের(Barasat) নবপল্লী লটারী কালীবাড়ি এলাকায়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে বাবার মৃত্যুর পর থেকে দুই বোন এবং মাকে নিয়ে নবপল্লির লটারি কালীবাড়ি এলাকার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন রোহন। পেশায় তিনি এক বেসরকারি সংস্থায় কর্মী ছিলেন। প্রতিবছর বাইকে চড়ে দূরদূরান্তে ঘুরতে যাওয়াটাই ছিল রোহনের নেশা। গতবছরই বন্ধুদের সঙ্গে তিনি বাইকে করে ঘুরতে গিয়েছিলেন অরুণাচলপ্রদেশে। এবার তাঁদের গন্তব্য ছিল সিকিম।কিন্তু সেই সিকিম সফর থেকে আর ফেরা হল না রোহনের।জানা যায়,সিকিম ঢোকার অনুমতি না পাওয়ায় নিজের বাইক শিলিগুড়িতে রেখে বন্ধুর বাইকের পিছনে সিকিম যাচ্ছিলেন তিনি,আর সেই রাস্তায় প্রাণ হারান রোহন।
বন্ধু হিমাংশু সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় শোকের ছায়া নেমে পড়ে গোটা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *