Blue Drum Threat। ‘মুসকানের বরের মতো করব! মেরে নীল ড্রামে ভরে ফেলব!’ 

Spread the love

নীল ড্রাম নিয়ে নানা মিম ঘুরছে সোশ্য়াল মিডিয়ায়। আসলে মীরাট হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়েছিল এই নীল ড্রামের প্রসঙ্গ। আর এবার উত্তরপ্রদেশের একটা ঘটনা সামনে এসেছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখলে একবারে চমকে উঠবেন। তবে সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইনিউজ বাংলা।

উত্তরপ্রদেশের বাসিন্দা এক ব্যক্তি অভিযোগ করেছেন যে তাঁর স্ত্রী তাঁর উপর শারীরিক নির্যাতন করেছেন। এমনকী তাঁকে হুঁশিয়ারি দিয়েছেন তোমাকে মুসকানের স্বামীর মতো করব, মেরে নীল ড্রামে ভরে ফেলব!।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে ওই ব্যক্তি এর আগেও অন্তত দুবার ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ দায়ের করেছিলেন স্ত্রীর বিরুদ্ধে। প্রসঙ্গত মীরাটে মুসকান ও তার প্রেমিক সাহিল স্বামীকে খুন করে ব্লু ড্রামে ভরে ফেলেছিলেন বলে অভিযোগ। সেখানে সিমেন্ট দিয়ে আটকে দিয়েছিলেন। এমনটাই অভিযোগ। এরপর তারা মানালিতে ঘুরতে চলে গিয়েছিলেন। আর মীরাটে ফেরার পরে তাদের গ্রেফতার করা হয়।

ওই ইঞ্জিনিয়ারের স্ত্রী কী বলছেন?
ওই ইঞ্জিনিয়ারের স্ত্রীর দাবি তিনি এই ধরনের নির্যাতন কিছু করেননি। বরং তাঁর স্বামীর সঙ্গে অপর একজনের সম্পর্ক রয়েছে। এখন তাকে ডিভোর্স দিয়ে তিনি বিয়ে করতে চাইছেন। এদিকে স্বামীর দাবি. তিনি ডিভোর্সের জন্য় আবেদন করেছেন।

প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, ধর্মেন্দ্র খুশওয়া নামে এই ব্যক্তি সরকারি চাকরি করেন। তিনি জুনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত। ২০১৬ সালে তিনি তাঁর প্রেমিকাকেই বিয়ে করেছিলেন। স্বামীর দাবি, স্ত্রীর জন্য তিনটি ভালো গাড়ি কিনে দিয়েছেন। তারপরেও আমার উপর অত্যাচার করে। পুলিশে দুবার অভিযোগ জানিয়েছি। তাঁর দাবি, এক আত্মীয়ের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় স্ত্রীকে ধরে ফেলেছিলাম। আর সেই স্ত্রী তার উপর আক্রমণ করেন। আর হুমকি দিচ্ছিল যে মুসকানের মতো করে খুন করে নীল ড্রামে ভরে দেব।

মীরাটের সৌরভ রাজপুত। তাকে খুন করার অভিযোগ উঠেছে তাঁর স্ত্রী মুসকান রাস্তোগি ও তার প্রেমিক সাহিল শুক্লার বিরুদ্ধে।

সৌরভ আসলে থাকতেন লন্ডনে। সেখানেই কর্মরত ছিলেন। মীরাটে এসেছিলেন মেয়ের জন্মদিন পালন করতে। সেই সময় গত ৪ মার্চ তাকে খুন করা হয় বলে অভিযোগ। তার স্ত্রী মুসকান আর তার প্রেমিক সাহিল সেই দেহ ১৫টি টুকরো করেছিল এরপর ভিজে সিমেন্ট ভর্তি ড্রামে সেগুলিকে পুরে ফেলা হয়েছিল। এমনটাই জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভি সূত্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *