চাঁদের মাটি ছুঁয়েই আলো আঁধারিতে প্রথম ছবি তুলে পৃথিবীতে পাঠাল মার্কিন বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা ফায়ারফ্লাই এরোস্পেস-র মহাকাশযান ‘ব্লু ঘোস্ট’।স্থানীয় সময় অনুযায়ী, ভোররাত ৩টে বেজে ৩৪ মিনিটে চাঁদের মাটি স্পর্শ করে নয়া মাইলফলক তৈরি করেছে ‘ব্লু ঘোস্ট’। মার্কিন বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা ফায়ারফ্লাই এরোস্পেস-র ব্লু ঘোস্ট মিশন ১ অভিযানের দিকেই এই মুহূর্তে নজর রয়েছে গোটা বিশ্বের।
পৃথিবীর উপগ্রহের উত্তর-পূর্বে অবস্থিত চন্দ্রপর্বত মন্স ল্যাট্রেইল সংলগ্ন, ব্যাসল্ট শিলায় ঢাকা, গাঢ় বর্ণের মেরে ক্রিসিয়াম সমতলে অবতরণ করে ‘ব্লু ঘোস্ট’। চাঁদের মাটি ছোঁয়ার পর তার তোলা প্রথম ছবিটিও প্রকাশ করা হয়েছে।ফায়ারফ্লাই সোশ্যাল মিডিয়ায় লিখেছে, ‘এই দৃশ্য দেখার জন্য় প্রস্তুত তো!‘ব্লু ঘোস্ট’ চাঁদের বুকে প্রথম ছবিটি তুলেছে। এই ছবি সাহসিকতা, অদম্য আচরণের প্রতীক, যা ফায়ারফ্লাই টিমের ক্ষেত্রেও প্রযোজ্য। তিন বছরের বেশি সময় ধরে অক্লান্ত পরিশ্রম করেছে এই টিম। তবে এই সবে শুরু, এরপর কী দেখতে থাকুন’।
রবিবার সকালে ফায়ারফ্লাই এরোস্পেস জানায়, চাঁদের মাটিতে ‘ব্লু ঘোস্ট’-এর চাকা গড়ানোর অপেক্ষা। আস্তে আস্তে চন্দ্রপৃষ্ঠের সঙ্গে মহাকাশযানটির দূরত্ব কমিয়ে আনছেন বিজ্ঞানীরা। এই অভিযানকে ‘ঘোস্ট রাইডার ইন দা স্কাই’ বলেও উল্লেখ করছেন কেউ কেউ। এর আগে, গত বছর ২২ ফেব্রুয়ারি Intuitive Machines-এর ওডিসিয়াস প্রথম বাণিজ্যিক মহাকাশযান হিসেবে চাঁদের মাটি ছোঁয়। সেই অভিযানেও সহযোগীর ভূমিকায় ছিল নাসা। আর্টেমিস অভিযানের আওতায় ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে তারা। একের পর এক বাণিজ্যিক অভিযান সেই অভিযানের পথ প্রশস্ত করছে।চাঁদের মাটির কাছাকাছি অবস্থানে যখন ছিল, সেখান থেকেও ছবি তুলে পৃথিবীতে পাঠিয়েছিল ‘ব্লু ঘোস্ট’। বেসরকারি চন্দ্রযানটিতে যে সোনালি ল্যান্ডারটি রয়েছে, তা আকারে জলহস্তির সমান।
গত ১৫ জানুয়ারি, ইলন মাস্কের সংস্থাস্পেসএক্স-এর ফ্যালকন ৯ রকেটে চাপিয়ে, উৎক্ষেপণ হয় ‘ব্লু ঘোস্ট’ চন্দ্রযানের। মহাকাশ থেকে পৃথিবীর একটি অভূতপূর্ব ছবিও তুলে পাঠায় সেটি। ব্লু ঘোস্ট মহাকাশযানে ১০টি যন্ত্র রয়েছে- চাঁদের মাটি পরীক্ষা করে দেখার অ্যানালাইজার, বিকিরণ সহিষ্ণু কম্পিউটার, চাঁদের মাটিতে দিক নির্দেশের একটি বিশেষ যন্ত্রও। আগামী এক চন্দ্রদিবস চাঁদের মাটিতে গবেষণা চালাবে সেটি। উচ্চমানের ছবি তোলার পাশাপাশি, ১৪ মার্চ পৃথিবী যখন সূর্যকে ঢেকে দেবে, চাঁদের মাটি থেকে সেই দৃশ্যও ক্যামেরাবন্দি করার কথা। ১৬ মার্চ চাঁদের বুকে সূর্যাস্তের ছবি তুলবে ব্লু ঘোস্ট।