বাংলাদেশজুড়ে তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতার মধ্যেই এবার আমজনতার ইস্যু নিয়ে আন্দোলনের পথে নামল সেদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি।
বাংলাদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, তিস্তার জলবণ্টন নিয়ে নতুন করে আন্দোলন শুরু করেছে বিএনপি। এই আন্দোলন চলছে একটানা ৪৮ ঘণ্টা। বাংলাদেশের রংপুর ডিভিশনের পাঁচটি জেলায় এই আন্দোলন করা হচ্ছে। যেখানে দলের তরফে দাবি তোলা হয়েছে, তিস্তার জলের ‘ন্যায্য বণ্টন’ করতে হবে। এবং তার জন্য প্রতিবেশী ভারতের কাছ থেকে ‘ন্যায্য পরিমাণ’ জল বাংলাদেশকে চেয়ে নিতে হবে।
এই আন্দোলন ঘিরে স্লোগান উঠতে শুরু করেছে – ‘জাগো বহে, তিস্তা বাঁচাই’ – যার অর্থ হল – ‘জেগে ওঠো, তিস্তা রক্ষা করো’। বাংলাদেশি সংবাদমাধ্যমের দাবি, বিএনপি-র দু’দিনের আন্দোলন কর্মসূচি শুরু হয়েছে গতকাল (সোমবার – ১৭ ফেব্রুয়ারি, ২০২৫) থেকে। এবং আজ (মঙ্গলবার – ১৮ ফেব্রুয়ারি, ২০২৫) তা শেষ হবে।
বিএনপি-র কার্যনির্বাহী সভাপতি তথা দলের সর্বোময় নেত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ভার্চুয়ালি এই আন্দোলনে যোগদান করবেন বলে শোনা যাচ্ছে। এমনকী, আন্দোলনরত দলীয় কর্মী ও সমর্থকদের চাঙ্গা করতে তিনি ভাষণও দিতে পারেন বলে বাংলাদেশি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।
এর পাশাপাশি, যে যে জায়গায় আন্দোলনরত বিএনপি কর্মীরা জমায়েত করেছেন, সেই জায়গাগুলিতে দলের একাধিক নেতা উপস্থিত থাকতে পারেন। তাঁদের মধ্যে থাকতে পারেন – বিএনপি স্ট্যান্ডিং কমিটির চারজন সদস্য। যাঁদের মধ্যে দু’জন দলের ভাইস চেয়ারম্যান পদে আসীন রয়েছেন বলে জানা গিয়েছে এবং একজন বিএনপি নেত্রীর উপদেষ্টা পরিষদের সদস্য বলেও দাবি করা হচ্ছে।
দলীয় নেতৃত্বের দাবি, তাদের এই আন্দোলন ঘিরে আমজনতার মধ্যেও নাকি প্রবল উৎসাহ চোখে পড়েছে। কারণ, তিস্তা জলবণ্টন সংক্রান্ত বিবাদ দীর্ঘ দিনের। বিএনপি নেতৃত্বের দাবি, বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষ এই জলবণ্টন ব্যবস্থাপনার সবথেকে বড় খেসারত দিচ্ছে। তাই তাদের কাছে এটা শুধু ইস্যু নয়, আবেগ! আর সেই আবেগ নিয়েই ইউনুসের কেয়ারটেকার সরকারের আমলে এবার মাঠে নেমে আন্দোলনের রাজনীতি শুরু করে দিল বিএনপি। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
তথ্য বলছে, একইসঙ্গে বাংলাদেশের পাঁচটি জেলার ১১টি জায়গায় এই আন্দোলন চলছে। এই পাঁচটি জেলা হল – রংপুর, গাইবান্ধা, নীলফামারি, লালমণিরহাট এবং কুরিগ্রাম।
আন্দোলনের মাধ্যমে বিএনপি নেতৃত্বের বক্তব্য হল, কয়েক দশক ধরে অমীমাংসিত হয়ে পড়ে থাকা তিস্তা জলবণ্টন সমস্যার অবিলম্বে সমাধান করতে হবে। উল্লেখ্য, গতকাল – আন্দোলনের প্রথম দিনেই এই বিষয়ে বর্তমান তদারকি সরকারকে পদক্ষেপ করার আবেদন জানিয়েছিল বিএনপি নেতৃত্ব।
একইসঙ্গে, এই আন্দোলনকে হাতিয়ার করে ভারতকেও নিশানা করতে ছাড়েনি বিএনপি। গতকালই লালমণির হাটে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি’র উদ্বোধন করেন বিএনপি-র সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম আলমগীর। সেই সময় তিনি বলেন, ভারতকে তার ‘দাদাগিরি’ বন্ধ করতে হবে।