Box Office Sky Force vs Deva।  সোমবারে অক্ষয়কে ঘোল খাওয়ালেন শাহিদ!

Spread the love

Sky Force vs Deva Box Office: বলিউডে একসময় হিট মেশিন হিসেবে ধরা হত অক্ষয় কুমারকে। তিনি হাত দিলে সোনা। বছরে ২-৩টি হিট, সুপারহিট উপহার দেওয়া ছিল একেবারে জল ভাত। কিন্তু করোনা পরবর্তী সময়ে যেন আর আর কিছুতেই গুছিয়ে বসতে পারছিলেন না খিলাড়ি। তবে স্কাই ফোর্স দিয়ে অবশেষেসেই খরা কেটেছে। যদিও কাঁটায় কাঁটায় টক্কর দিচ্ছে শাহিদের দেবা। 

স্কাই ফোর্সের বক্স অফিস কালেকশন:

মাত্র ১০ দিনেই ১০০ কোটির ঘর পেরিয়ে গিয়েছে স্কাই ফোর্স। দ্বিতীয় সোমবার ছবি আয় করল ১.৩৫ কোটি। কাজের দিন হিসেবে তা নেহাত মন্দ নয়। আর আপাতত এই সিনেমার মোট আয় গিয়ে দাঁড়াল ১০১.৩৫ কোটি। 

মুক্তির দিন খাতা খোলে সিনেমাটি ১২.২৫ কোটি দিয়ে। এরপর প্রথম শনি ও রবিবারে যথাক্রমে ২২ কোটি ও ২৮ কোটি সংগ্রহ করে। এরপর সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার আয় ছিল ৭ কোটি, ৫.৭৫ কোটি, ৬ কোটি, ৫.৫ কোটি। আর প্রথম সপ্তাহের কালেকশন ছিল ৮৬ কোটি। 

দ্বিতীয় সপ্তাহে এসে শুক্র-শনি-রবিতে স্কাই ফোর্সের আয় হয়েছে ৩ কোটি, ৫কোটি ও ৫.৫ কোটি। 

দেবা-র বক্স অফিস কালেকশন:

এদিকে দেখা গেল, দেবাও বেশ ভালোই চলছে সিনেমাহলগুলিতে। সোমবারে শাহিদের সিনেমার সংগ্রহ প্রাথমিক পাওয়া রিপোর্ট অনুসারে ২.৫০ কোটি। শুক্রবার সিনেমা খাতা খুলেছিল ৫.৫ কোটি দিয়ে। এরপর শুনিবার ও রবিবারে ৬.৪ কোটি ও ৭.২৫ কোটি সংগ্রহ করে সিনেমাটি। বর্তমানে চার দিনে দেবা-র মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ২১.৬৫ কোটি। 

২০১৩ সালের মালায়ালাম সিনেমা ‘মুম্বই পুলিশ’ এর একটি অভিযোজন দেবা। মালায়ালাম সিনেমায় হিরো ছিলেন পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত। তবে দেবার ক্ষেত্রে ক্লাইম্যাক্সকে নতুন করে সাজানো হয়েছে। ছবিতে শাহিদ এসিপি দেব আমব্রের চরিত্রে অভিনয় করেছেন, এমন এক ব্যক্তি যিনি নিজের প্রিয় বন্ধুর হত্যার সমাধান করতে গিয়ে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন। এই ছবিতে শাহিদ রোম্যান্স করেছে পূজা হেগড়ের সঙ্গে। এছাড়াও ছবিতে পাভেল গুলাটি এবং কুবরা সাইতও আছেন মুখ্য ভূমিকায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *