Canada Indian man Murder Update।  কানাডায় ভারতীয় নাগরিককে খুন! মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য

Spread the love

কানাডায় ছুরিকাঘাতে খুন করা হল এক ভারতীয় নাগরিককে। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কানাডায় অবস্থিত ভারতীয় শেয়ার বাজার। এই বিষয়ে শনিবার সকালে কানাডার ভারতীয় দূতাবাস জানিয়েছে, অটোয়ার কাছে রকল্যান্ডে ছুরিকাঘাতে এক ভারতীয় নাগরিকের মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। এদিকে তাৎক্ষণিকভাবে এ ঘটনার বিস্তারিত জানা না গেলেও কানাডার ভারতীয় দূতাবাস জানিয়েছে, পুলিশ সন্দেহভাজন একজনকে হেফাজতে নিয়েছে। 

ঘটনা প্রসঙ্গে কানাডীয় সংবাদমাধ্যম সিবিসি নিউজ জানিয়েছে, ক্ল্যারেন্স-রকল্যান্ডে একজন নিহত হয়েছেন এবং এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ওন্টারিও প্রভিন্সিয়াল পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টার কিছু আগে অটোয়া শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার পূর্বে লালন্ডে স্ট্রিটের কাছে এ ঘটনা ঘটে। সিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুর কারণ বা হেফাজতে থাকা ব্যক্তির বিরুদ্ধে কোনও অভিযোগ আনা হবে কিনা তা পুলিশ এখনও প্রকাশ করেনি। এদিকে, ওন্টারিও রকল্যান্ডের যেখানে এই ঘটনা ঘটে, সেই এলাকায় পুলিশি উপস্থিতি বাড়ানো হয়েছে। সেখানে সতর্কতা জারি করেছে পুলিশ।

ভারতীয় দূতাবাসের তরফ থেকে বিবৃতিতে বলা হয়, অটোয়ার কাছে রকল্যান্ডে ছুরিকাঘাতে এক ভারতীয় নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। আমরা স্থানীয় একটি কমিউনিটি অ্যাসোসিয়েশনের মাধ্যমে নিবিড় যোগাযোগ রাখছি যাতে শোকসন্তপ্ত আত্মীয়দের সম্ভাব্য সমস্ত সহায়তা প্রদান করা যায়।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ভারত ও কানাজার মধ্যে সম্পর্ক বেশ তিক্ত হয়েছে খলিস্তানি ইস্যুর জেরে। তবে রকল্যান্ডের এই খুনের ঘটনা ব্যক্তিগত শত্রুতার জেরে সাধারণ খুন নাকি এর নেপথ্যে বৃহত্তর কোনও অভিসন্ধি বা ষড়যন্ত্র আছে, তা ঘিরে জল্পনা তুঙ্গে। এদিকে ধৃত ব্যক্তির পরিচয় প্রকাশিত না হওয়ায় সেই জল্পনার আগুনে যেন ঘি পড়ছে। এর আগে কানাডার তরফ থেকে ভারতের দিকে আঙুল তুলে অভিযোগ করা হয়েছে, ভারতীয় এজেন্টরা নাকি সেই দেশে অপরাধ সংগঠিত করেছে খলিস্তানিদের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *