ধনশ্রী বর্মার সঙ্গে ডিভোর্সের মামলা চলছে। এরই মাঝেই চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে দুবাইয়ের স্টেডিয়ামে নতুন সুন্দরী তরুণীর সঙ্গে লেন্সবন্দি হন ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল। ব্যস ওমনি চর্চা শুরু। আর এটা হওয়ারই ছিল। সকলের একটাই প্রশ্ন, চাহালের সঙ্গে এই সুন্দরী তরুণী কে?
যাঁকে এতদিন পর্যন্তও কেউ চিনতেন না, তাঁকে নিয়েই শুরু হয় চর্চা। খোঁজ পড়ে যায় কে ইনি?
এই তরুণী সম্পর্কে যা জানা যাচ্ছে, সেটা হল তিনি আরজে মহওয়াশ। তাঁর জন্ম আলিগড়ে, পেশায় তিনি ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। মূলত প্র্যাঙ্ক ভিডিও বানিয়েই নেটদুনিয়ায় বহুবার ভাইরাল হয়েছেন তিনি। তবে তারও আগে আলিগড় মুসলিম ইনস্টিটিউট থেকে অনার্স পাস করেন মহওয়াশ। এরপর দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া থেকে জার্নালিজমে মাস্টার্সও করেন। আর এখন তিনি ইউটিউব স্টার। ভিডিও ছাড়াও রেডিও জকি হিসেবেও সুনাম রয়েছে তাঁর।কেরিয়ার শুরু রেডিও মির্চিতে। মজার নানান বিষয়ের উপর, নারী স্বাধীনতার মতো বিষয় নিয়েও ভিডিয়ো বানিয়েছেন তিনি।
এদিকে এবার সোশ্যাল মিডিয়ায় চর্চায় মহওয়াশ নতুন দুই ভিডিয়ো। ঠিক কী আছে সেই ভিডিয়োতে?
একটি ভিডিয়োতে গাড়িতে বসে মহওয়াশ বলেন, ‘ভীষণই নীরস কথা বলছি, তবে মেয়েদের বডি ওয়ালা ছেলেদের থেকে রোগা-পাতলা ছেলেই বেশি পছন্দ।’ আর এই ভিডিয়ো দেখে নেটপাড়ার প্রশ্ন, এটাতে কি চাহালের প্রতি নিজের ভালোলাগার কথাই বলেছেন মহওয়াশ?
আরও একটি ভিডিয়োতে তাঁকে কথায় কথায় ব্রেকআপ নিয়ে কথা বলতে দেখা যায়। ভিডিয়োর বিষয়বস্তু ছিল, ‘কী করে লোকজন নিজে নিজেই ব্রেকআপ করে দেয়?’ মহওয়াশকে বলতে শোনা যায়, ‘কিছু লোকজন হঠাৎ করেই ব্রেকআপ করে দেয়। মানে একদিন ব্রেকআপ বলল, আর পরদিন থেকেই নো মেসেজেস। হয়ে গেল ব্রেকআপ। আমি যখন এর আগে ১০বার ব্রেকআপ করেছি, তখন কেন এই ফর্মুলা ব্যবহার করিনি! ১১ বার যখন করব, তখন তো ছেলেরা আমাকে সিরিয়ালি গ্রহণ করাই ছেড়ে দেবে। ওরা লোকজনকে এক্কেবারে ক্যানসারের মতো বাদ দিয়ে যায়। আমার ব্রেকআপের পর জানি না কেন অন-অফ, অন-অফ হতে থাকে। লোকজনের সম্পর্ক যতদিন না টেকে, ওমনি আমার ৬ মাস অন্তর অন-অফ হতে থাকে। কতবার তো আমি শুধুমাত্র গসিপের জন্যই ব্রেকআপ করেছি….।’
এমনই কথায় কথায় ব্রেকআপ নিয়ে লম্বা বক্তব্য রাখতে শোনা যায় মহওয়াশকে। আর এই ভিডিয়োর সঙ্গেও তাই চাহাল-ধনশ্রীর বিচ্ছেদকে মিলিয়ে নিয়েছেন নেটিজেনরা।
জানা যায়, সোশ্যাল মিডিয়ায় এই আরজে নাকি এতটাই জনপ্রিয় যে ‘বিগ বসে’র মতো জনপ্রিয় রিয়ালিটি শো এবং বেশ কয়েকটি বলিউড ফিল্মের প্রস্তাবও নাকি ফিরিয়ে দিয়েছেন মহওয়াশ।