Champions Trophy 2025। পুরস্কার বিতরণী মঞ্চে আয়োজক পাকিস্তানের কেউ নেই কেন?

Spread the love

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান(Pakistan)। অথচ ফাইনালের শেষে পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন না পাকিস্তানের কোনও প্রতিনিধি। স্বাভাবিকভাবেই বিষয়টি নজর এড়ায়নি কারও। এই নিয়ে বিতর্কও শুরু হয়েছে। বিশেষ করে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা এই নিয়ে বেজায় চটেছেন আইসিসির উপরে। শেষে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে আইসিসির কাছে এমন সিদ্ধান্তের পিছনে যুক্তিও জানতে চাওয়া হয়। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার তরফে যে কারণ দেখানো হয়েছে, তাতেও বিতর্ক ধামাচাপা দেওয়া সম্ভব হবে কিনা সন্দেহ।

উল্লেখ্য, রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় মঞ্চে ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, বিসিসিআই সভাপতি রজার বিনি, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ও নিউজিল্যান্ড ক্রিকেটের ডিরেক্টর রজার টুজ। অর্থাৎ, আইসিসির একজন, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের একজন ও ভারতীয় ক্রিকেট বোর্ডের দু’জন প্রতিনিধি ছিলেন মঞ্চে। আইসিসি চেয়ারম্যানকে মিলিয়ে তিনজন ভারতীয় উপস্থিত ছিলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।

যে কোনও আইসিসি ইভেন্টের ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজক দেশের প্রতিনিধিকে থাকতে দেখা যায়। তবে এক্ষেত্রে পাকিস্তানের কেউ কেন ছিলেন না, তার প্রাথমিক কারণও জানা যায়। আসলে পিসিবি প্রধান মহসিন নাকভি অসুস্থ ছিলেন। তিনি ফাইনালের দিন দুবাইয়ে উপস্থিত ছিলেন না। তাই তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হতে পারেননি। তবে নাকভির পরিবর্তে পাক বোর্ডের অন্য কোনও কর্তাকে কেন ডাকা হয়নি, আইসিসির কাছে সেটাই জানতে চায় পিসিবি।

আইসিসির তরফে কী সাফাই দেওয়া হয়?

আইসিসি এক্ষেত্রে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। ইন্ডিয়া টুডেকে আইসিসির মুখপাত্র জানান, ‘মিস্টার নাকভিকে পাওয়া যায়নি, তিনি দুবাইয়ে উপস্থিত থাকতে পারেননি। নিয়ম অনুযায়ী বোর্ডের শীর্ষ কর্তারাই ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির থাকতে পারেন। সেই কারণেই পাকিস্তানের কেউ ছিলেন না ট্রফি প্রেজেন্টেশনের সময়।’

অর্থাৎ, আইসিসির নিয়ম অনুযায়ী কোনও বোর্ডের প্রেসিডেন্ট, চেয়ারম্যান, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, সিইও-রা হাজির থাকতে পারেন ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। বোর্ডের অন্যান্য কর্তারা মাঠে উপস্থিত থাকলেও তাঁদের মঞ্চে ডাকা হয় না। এক্ষেত্রে দুবাইয়ে উপস্থিত ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিইও সমীর আহমেদ সৈয়দ। তাঁকে কেন নাকভির অনুপস্থিতিতে মঞ্চে ডাকা হয়নি, সেই বিষয়ে স্পষ্ট কোনও জবাব মেলেনি।

উল্লেখযোগ্য বিষয় হল, দুই ফাইনালিস্ট বোর্ডের কর্তাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে থাকা নিয়ে পিসিবির কোনও আপত্তি নেই। বিসিসিআইয়ের তরফে রজার বিনির মঞ্চে থাকা স্বাভাবিক মনে হয়েছে পাক বোর্ডের কর্তাদের। তবে সাইকিয়া মঞ্চে কেন ছিলেন, সেই বিষয়টি বোধগম্য হচ্ছে না পিসিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *