ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের উপর ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত নির্ভর করছে। টাইমস অফ ইন্ডিয়ার মতে, আগামী সপ্তাহে অধিনায়ক হিসেবে রোহিত শর্মার ভবিষ্যৎ নির্ধারণ করা হবে। বিসিসিআই এমন একজন অধিনায়ক চাইছে, যিনি আগামী দু’বছর দলকে নেতৃত্ব দিতে পারবেন।
রোহিতের পরিবর্ত খোঁজা শুরু
ওডিআই এবং টেস্ট ক্রিকেটে রোহিতের পরিবর্ত খোঁজা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা দুবাইতে ৯ মার্চ কিউয়িদের বিরুদ্ধে ফাইনালের পরে কেন্দ্রীয় চুক্তি ঘোষণার জন্য অপেক্ষা করছে।
টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকর অস্ট্রেলিয়া থেকে ফিরে আসার পর রোহিতের সঙ্গে ভবিষ্যত নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছেন।
অবসরের সিদ্ধান্ত রোহিতের, অধিনায়কত্বের নয়
বিসিসিআইয়ের একটি সূত্র টাইমসকে জানিয়েছে, ‘রোহিত ভারতের হয়ে আরও কয়েক বছর খেলতে চায়। ওকে বলা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির পর, ওর পরিকল্পনা বিস্তারিত জানাতে। অবসর অবশ্যই ওর সিদ্ধান্ত হবে। তবে অধিনায়কত্ব নয়।’ রোহিত ভালো করেই জানেন, দক্ষিণ আফ্রিকায় ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির জন্য দলের একজন স্থিতিশীল অধিনায়ক প্রয়োজন। বোর্ড বিরাট কোহলির(Virat Kohli) সঙ্গেও কথা বলেছেন, তবে তাঁর ভবিষ্যত নিরাপদ বলে মনে হচ্ছে।
বোর্ডের চুক্তি নিয়ে সিদ্ধান্ত
ঘরের মাঠে এবং অস্ট্রেলিয়ায় টেস্ট ক্রিকেটে শোচনীয় ভাবে ব্যর্থ হওয়ার পর, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে নজর কেড়েছে। রোহিত, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজার গ্রেড এ+ চুক্তি রয়েছে। নিয়ম অনুযায়ী, এই ক্যাটাগরি দেওয়া হয় সে সব ক্রিকেটারদের, যাঁরা তিন ফরম্যাটেই ধারাবাহিক ভাবে পারফর্ম করেন।
রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায়, বোর্ডকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে, তাঁদের ডাউনগ্রেড করবেন নাকি, একই গ্রুপেই রেখে দেওয়া হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরম্যান্স বিবেচনা করেই এই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
সূত্রটি যোগ করেছে, ‘বোর্ড রোহিতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবে। ও যদি চ্যাম্পিয়ন্স ট্রফির পর অবসর নেয়, তাহলে কর্মকর্তারা দেখবেন, কী করা দরকার। এই সত্যটি অস্বীকার করার কিছু নেই যে, রোহিত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিয়েছিল এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভালো করেছে।’
শুভমন গিল ওয়ানডে-তে বর্তমান সহ-অধিনায়ক, এবং তিনি শীঘ্রই রোহিতকে অধিনায়ক হিসেবে প্রতিস্থাপন করবেন কিনা, নাকি অন্য কারও হাতে অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হবে, তা নিয়ে এখন জোর জল্পনা চলছে।