Champions Trophy, Ind vs Aus। ‘আমরা চেয়েছিলাম ৬ বোলারে খেলতে…’ 

Spread the love

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে গেছে রোহিত শর্মার(Rohit Sharma) টিম ইন্ডিয়া। ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই রোহিত শর্মার অধিনায়কত্বের পরিসংখ্যান কিন্তু যথেষ্ট ভালো। ২০২২ টি২০ বিশ্বকাপ বাদ দিলে তারপর থেকে প্রায় সব প্রতিযোগিতারই ফাইনালে খেলেছে টিম ইন্ডিয়া। এর মধ্যে তিন ফরম্যাটের আইসিসি টুর্নামেন্টেই দলকে ফাইনালে তোলার নজির রয়েছে হিটম্যানের।

বিরাট কোহলির দুর্দান্ত ৮৪ রান, সঙ্গে চোট কাটিয়ে কয়েক সপ্তাহ আগে কামব্যাক করা মহম্মদ শামির ৩ উইকেটে অস্ট্রেলিয়াকে ভারতীয় দল হারিয়ে দিয়েছে ICC Champions Trophyর ম্যাচে। টিম ইন্ডিয়ার যখন দল ঘোষণা হয়েছিল তখন জসপ্রীত বুমরাহ ছিটকে যাওয়ায় বরুণ চক্রবর্তীকে স্কোয়াডে রাখা হওয়ায় অনেকেই তাঁর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিল। এদিন চার স্পিনারে খেলার সময়ও টিম ইন্ডিয়ার সাফল্য নিয়ে অনেকে সন্ধিহান ছিল, কিন্তু ম্যাচ শেষে রোহিত শর্মাই হাসলেন শেষ হাসি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষে রোহিত শর্মা বললেন- ‘যতক্ষণ না শেষ বল হচ্ছে কোনও কিছুই নিশ্চিত নয়। ম্যাচের হাফ অবদি মনে হচ্ছিল এটা একটা ভালো স্কোর। এই পিচে ভালো শট খেলা কঠিন ছিল। ব্যাটিংয়ে আমরা ভালো করেছি। আমরা খুবই ধৈর্য ধরে ম্যাচে খেলেছি। নিউজিল্যান্ড ম্যাচের থেকে আজকের উইকেট ভালো ছিল। এখানে ভালো ক্রিকেট খেলতে হত। আমাদের দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছে, যার ফলে আমাদের ব্যাটিংয়ে ডেপথ বেড়েছে। আমি চেয়েছিলাম দলে ছয়টা বোলিং অপশন রাখতে সঙ্গে যাতে ব্যাটিংও অনেকটা দূর অবদি থাকে। শেষদিকে হার্দিকের শট গুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। ফাইনালের আগে দলের সবাইয়ের ফর্মে থাকা দরকার, আর আমাদের দলের সবাই মোটামুটি ফর্মে আছে, এটা আমাদের আত্মবিশ্বাস দিচ্ছে। ফাইনালে যারাই আসুক, আমরা তৈরি। কয়েকদিন বিশ্রাম নিয়েই নেমে পড়ব প্রস্ততিতে।’

রোহিত শর্মা(Rohit Sharma) প্রায় প্রত্যেক ম্যাচেই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে একইরকমের ইনিংস খেলার চেষ্টা করেছেন। হয়ত বড়় রান পাননি, সেই ছন্দে তিনি নেই। তবে শুরু থেকেই প্রতিপক্ষ বোলারদের ওপর চাপ রাখার চেষ্টা করে গেছেন তিনি। সেই অ্যাটাকিং মোড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কাজে লাগানোর পর ফাইনালেও সেই ছন্দই দেখাতে চাইছেন তিনি। রবিবার টিম ইন্ডিয়া যাদের বিরুদ্ধেই নামুক না কেন, রোহিত চাইবেন নিজের অধিনায়কত্বের কেরিয়ারে আরও একটি ট্রফি জিততে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *