Champions Trophy, Pakistan Cricket। আকিব জাভেদ ‘জোকার’! পাকিস্তানের কোচ হতে কলকাঠি নাড়ত

Spread the love

পাকিস্তানের অন্তরবর্তী কোচ আকিব জাভেদকে ধুয়ে দিলেন অস্ট্রলিয়ার প্রাক্তন ক্রিকেটার তথা পাকিস্তান দলের প্রাক্তন কোচ জ্যাসন গিলেসপি। গ্যারি কার্স্টেন যখন পাক শিবিরের কোচ হয়েছিলেন, তখন নিজের স্বার্থ পূরণের জন্য নাকি পিছন থেকে ছুড়ি নাড়িয়েছেন আকিব জাভেদই, এমনই দাবি করলেন গিলসপি।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর এক সপ্তাহের মধ্যেই প্রতিযোগিতা থেকে পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে গেছিল। ঘরের মাঠে খেলা হলেও প্রতিযোগিতায় একটা ম্যাচেও তাঁরা জিততে পারেননি। দুই ম্যাচে তাঁরা হারে নিউজিল্যান্ড এবং ভারতের বিরুদ্ধে। অপর একটি ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে বৃষ্টির জন্য ভেস্তে যায় তাঁদের ম্যাচ। ফলে একটি ম্যাচও নিজেদের ঘরের মাঠে জেতা হয়নি মহম্মদ রিজওয়ানদের।

পাক কোচের একাধিক অজুহাত

আকিব জাভেদকে ক্লাউন বলে আখ্যা দিলেন পাকিস্তানের প্রাক্তন কোচ জ্যাসন গিলেসপি। মঙ্গলবারই পাকিস্তান দলের নয়া অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয় সলমন আলি আঘাকে। পাকিস্তান দলের খারাপ পারফরমেন্সের জন্য ধারাবাহিকতার অভাবকেই দায়ি করেছিলেন অন্তর্বর্তী কোচ আকিব জাভেদ। এছাড়াও পিসিবির চেয়ারম্যানের ঘনঘন বদল হওয়া নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেছিলেন, ‘গত বছর থেকে দেখ পাকিস্তান দলে কতগুলো কোচ, অধিনায়ক, নির্বাচক বদল হয়েছে। এটা দলের জন্য সঠিক নয়, যার প্রভাব দলে পড়ছে। কোচরা তো মাঠের বাইরে থেকে দলকে গাইড করতে পারে, নিজেরা নেমে তো খেলতে পারেনা। তাই ক্রিকেটারদেরই সব করতে হবে ’।

আকিবের বিরুদ্ধে তোপ অজি তারকার

আকিব জাভেদের মুখে বড় বড় কথা শুনেই তাঁর বিরুদ্ধে তোপ দাগলেন পাকিস্তানের প্রাক্তন কোচ জ্যাসন গিলেসপি। প্রাক্তন অজি পেসার বলছেন, তলে তলে তাঁর বিরুদ্ধে এবং গ্যারি কার্স্টেনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন আকিব জাভেদ নিজেই, আর এখন তিনিই মিডিয়ার সামনে এত ফালতু কথা বলছেন।

গিলেসপি বলছেন, ‘আকিব যা বলেছে তা শুনে আমার হাসি পাচ্ছে। আমার আর গ্যারির বিরুদ্ধে তলে তলে ও ষড়যন্ত্র করছিল, যাতে ও নিজেই কোচ হতে পারে সব ফরম্যাটের। ও একটা ক্লাইন (জোকার) ’। প্রসঙ্গত ২০২৩ সালের পর থেকে ইতিমধ্যেই তিনবার কোচ পরিবর্তন হয়েছে পাকিস্তান দলের। মিকি আর্থার কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর মহম্মদ হাফিজকে দায়িত্ব দেওয়া হয়। এরপর গ্যারি কার্স্টেন এবং জ্যাসন গিলেসপি দায়িত্ব নিলেও তাঁরাও খুব বেশিদিন টিকতে পারেননি পাক কোচ হিসেবে। দলের ক্রিকেটার বাছাই নিয়ে নির্বাচক এবং পিসিবির সঙ্গে মতবিরোধ হওয়ায় কার্স্টেন এবং গিলেসপি সরে দাঁড়িয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *