Chhaava Box Office Collection। ৫০০ কোটির দোরগোড়ায় ছাবা! 

Spread the love

দুরন্ত গতিতে ৫০০ কোটির দোরগোড়ায় পৌঁছে গিয়েছে ভিকি কৌশল(Vicky Kaushal) অভিনীত ছাবা। এই ছবি যে অভিনেতার কামব্যাক ছবি সেটা বলাই যায়। ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে তাক লাগিয়েছেন তিনি রীতিমত। ১৮ তম দিনে বক্স অফিসে কত আয় করল ছাবা?

ছাবার বক্স অফিস কালেকশন

মুক্তির পর ১৮ তম দিনে এসে খানিকটা গতি শ্লথ হলেও এখনও যে বেশ চুটিয়ে ব্যবসা করবে এই ছবি সেই ইঙ্গিত কিন্তু দিয়েছে। তবে এই প্রথম ১০ কোটির নিচে নামল ছাবার আয়। তৃতীয় সোমবার, ৩ মার্চ বক্স অফিসে ভিকি কৌশলের এই ছবিটি ৮ কোটি ৫০ লাখ টাকার ব্যবসা করেছে। ফলে বর্তমানে এই ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৪৬৭ কোটি ২৫ লাখ টাকায়।

প্রথম সপ্তাহে ছাবা দেশের বাজারে ২১৯ কোটি ২৫ লাখ টাকা আয় করেছে। দ্বিতীয় সপ্তাহে সেই সংখ্যাটা কিছু কমে দাঁড়ায় ১৮০ কোটি ২৫ লাখ টাকায়। তৃতীয় শুক্রবার ১৩ কোটি টাকা আয় করেছে ভিকির ছবি। শনিবার সেই আয়ের পরিমাণ বেড়ে হয় ২২ কোটি টাকা। তৃতীয় রবিবার, ভারত নিউজিল্যান্ডের ম্যাচের মাঝেও ছাবা বক্স অফিসে ২৪ কোটি ২৫ লাখ টাকার ব্যবসা করেছে ছবিটি।

ছাবা ছবিটির বিশ্বজুড়ে আয়

বিশ্বজুড়ে ১৭ দিনে ভিকি কৌশলের ছাবা ৬২৫ কোটি ১৫ লাখ টাকা আয় করেছে। এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, ২০২৫ সালের এখনও পর্যন্ত প্রথম ছবি এটি যেটা দ্রুত গতিতে ৬০০ কোটির গণ্ডি টপকে গেল।

ছাবা ছবিটির প্রসঙ্গে

ছাবা ছবিটির পরিচালনা করেছেন লক্ষ্মণ উটেকর । দীনেশ বিজন প্রযোজনা করেছেন ছবিটির। ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ধরা দিয়েছেন ভিকি কৌশল। তাঁর স্ত্রীর চরিত্রে আছেন রশ্মিকা মন্দানা। ঔরঙ্গজেবের চরিত্রে দেখা মিলছে অক্ষয় খান্নার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *