পেট্রোল, ডিজেলের ওপর আবগারি শুল্কের বোঝা বেড়ে যাওয়ার পর এবার রান্নার গ্যাসের দাম একলাফে বেড়ে গেল। এদিন এই দামবৃদ্ধির ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। এদিকে ট্রাম্পের পাল্টা শুল্কের ধাক্কায় শেয়ার বাজার বেশ কিছুটা ব্যাকফুটে, ক্রমাগত বাড়ছে নানান আশঙ্কা। তারই মাঝে এল রান্নার গ্যাসের দাম বৃদ্ধির খবর।
একলাফে রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে কলকাতায় এর দর, সিলিন্ডার প্রতি ৮৭৯ টাকা দাঁড়াচ্ছে। স্বভাবতই মধ্যবিত্তের হেঁশেলে এর জেরে বড় ধাক্কা এসে পড়েছে। প্রসঙ্গত ট্রাম্পের শুল্ক আঘাতে যখন শেয়ার মার্কেট কার্যত বিধ্বস্ত, সেই সময়ই কেন্দ্রের তরফে সোমবার এল পেট্রোল ও ডিজেলের আবগারি শুল্ক বৃদ্ধিরও ঘোষণা। এর কিছু পরই এল এলপিজি সিলিন্ডারে দাম বেড়ে যাওয়ার ঘোষণা।
এই গ্যাসের দাম উজ্জ্বলা ও সাধারণ ক্যাটোগোরির গ্রাহক, দুই ক্ষেত্রেই বেড়ে গেল। একথা এদিন সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি জানান, এলপিজি সিলিন্ডারের দাম প্রতি ১৫ দিনে পর্যালোচনা করা হয়। আর তা নির্ভর তরে আন্তর্জাতিক দামের ওপর। হরদীপ সিং পুরী বলেন,’ আন্তর্জাতিক ক্ষেত্রে এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে। এটি প্রতি MT তে ৪১৫ মার্কিন ডলার থেকে বেড়ে ৭১২ মার্কিন ডলার হয়েছে। তবে এর প্রভাব গ্রাহকদের ওপর যেতে দিইনি।’
১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম সাধারণ ব্যবহারকারী ও উজ্জ্বলা প্রকল্পের আওতায় থাকা ব্যবহারকারী দুই ক্ষেত্রের জন্যই বাড়ছে। হরদীপ সিং পুরী বলেন,’ উজ্জ্বলা স্কিমের অধীনে ১৪.২ কেজির সিলিন্ডারের দাম ৫০০ টাকা থেকে বেড়ে ৫৫০ টাকা হচ্ছে, আর সাধারণ ব্যবহারকারীদের জন্য দাম ৮০৩ টাকা থেকে বেড়ে ৮৫৩ টাকা হচ্ছে।’হরদীপ সিং পুরী বলেন, ‘এটি এমন একটি পদক্ষেপ যা আমরা এগিয়ে যাওয়ার সাথে সাথে পর্যালোচনা করব। প্রতি ২-৩ সপ্তাহে এটি পর্যালোচনা করা হবে।’ তিনি বলেন,’এই সিলিন্ডার প্রতি ৫০ টাকা বৃদ্ধি উজ্জ্বলা স্কিমের গ্রাহক ও যাঁরা উজ্জ্বলা স্কিমের গ্রাহক নন, তাঁদের জন্যও বাড়ছে। এটি ১৫-৩০ দিন পর ফের পর্যালোচনা হবে। পেট্রোল, ডিজেলের ক্ষেত্রে এই ট্রেন্ড থাকলে সেটির দামও পর্যালোচিত হবে। ‘সোমবার গ্যাসের দাম ছাড়াও বেড়েছে পেট্রোল, ডিজেলের ওপর করের বোঝা। এদিন পেট্রোল, ডিজেলে আবগারি শুল্ক লিটার প্রতি ২ টাকা বাড়ানোর ঘোষণা হয়েছে। পেট্রোলিয়াম মন্ত্রক জানাচ্ছে এর রিটেল প্রাইস প্রভাবিত হবে না।