CPI(M) News। তরুণীর সঙ্গে কী করেছেন তরুণ CPI(M) নেতা? 

Spread the love

মাদুরাইয়ে সিপিআই(এম)-এর ২৪তম পার্টি কংগ্রেস চলাকালীনই সামনে এল নয়া বিতর্ক। যা নিয়ে অস্বস্তি ফের বাড়ল লাল পার্টির অন্দরে। কারণ, ফের একবার দলের এক নেতার বিরুদ্ধে মহিলাঘটিত কেচ্ছা, কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার অভিযোগ উঠল।

সংবাদমাধ্যমের হাতে আসা তথ্য অনুসারে, সিপিআই(এম)-এর এক তরুণ নেতার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন কোনও এক তরুণী। তিনি সরাসরি দলীয় নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছেন এই বিষয়ে। এমনকী , বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও কলকাতা জেলা সিপিআই(এম)-এর সম্পাদক কল্লোল মজুমদারের কাছেও সেই অভিযোগপত্র জমা পড়েছে বলে জানা গিয়েছে।

দলীয় সূত্রে খবর, বিষয়টি নিয়ে অস্বস্তির একাধিক কারণ রয়েছে। প্রথমত – সুশান্ত ঘোষ, তন্ময় ভট্টাচার্যের মতো প্রবীণ নেতারা নারীঘটিত বিভিন্ন অনভিপ্রেত ঘটনায় জড়িয়ে পড়ে ইতিমধ্যেই যথেষ্ট বিতর্ক ছড়িয়েছেন। দলকে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ পর্যন্ত করতে হয়েছে। সেই রেশ কাটতে না কাটতেই আবারও এক নেতার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠল। এতে দলের ভাবমূর্তিই কলুষিত হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

শোনা যাচ্ছে, সিপিআই(এম)-এর অন্দরেও নাকি এ নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে, অভিযুক্ত ওই তরুণ নেতাকে দলীয় সহকর্মীদেরই একাংশ ‘আর এক সুশান্ত ঘোষ’ বলে অভিহিত করতে শুরু করেছেন!

আরও জানা গিয়েছে, আসলে সোশাল মিডিয়ায় ওই তরুণ সিপিআই(এম) নেতার কিছু ছবি ও অডিয়ো রেকর্ডিং ভাইরাল হয়েছে। তা থেকেই গোটা বিষয়টি জানাজানি হয়ে যায়। এদিকে, অভিযুক্ত ওই তরুণ নেতা আবার বর্তমান পার্টি কংগ্রেসেও উপস্থিত হয়েছেন!

তথ্য বলছে, যে সিপিআই(এম) নেতাকে নিয়ে বিতর্ক চলছে, তিনি আবার সিপিআই(এম) রাজ্য কমিটিরও সদস্য। কলকাতা জেলা সিপিআই(এম)-এর সদস্য তিনি। রাজ্য কমিটিতে তাঁকে ঠাঁই দেওয়া হয়েছে সিটু-র কোটা থেকে। সব মিলিয়ে এই ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছে দলীয় নেতৃত্ব। সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রশ্নের উত্তরে বার্তা দিয়েছেন, প্রয়োজনে যা পদক্ষেপ করার করা হবে।

প্রসঙ্গত, সম্প্রতি মহিলাঘটিত কারণেই জেলা সম্পাদকের পদ হারাতে হয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা এক সময়ের দাপুটে সিপিআই(এম) নেতা সুশান্ত ঘোষকে। অন্যদিকে, সম্প্রতি তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে এক মহিলা সাংবাদিকের সঙ্গে চরম অশালীন আচরণের অভিযোগ উঠেছিল। যা নিয়ে সারা রাজ্যে তোলপাড় পড়ে যায়। দলের পক্ষ থেকে তন্ময়কে সাসপেন্ড করা হয়।

এই প্রেক্ষাপটে, বর্তমানে যে সিপিআই(এম) নেতাকে নিয়ে চর্চা চলছে, তিনি নিজে এখনও পর্যন্ত অন্তত সংবাদমাধ্যমে এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি বলেই জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *