মহেন্দ্র সিং ধোনির ব্যাটে একেবারেই মরচে ধরে গিয়েছে। ঝড় তুলে বোলারদের চোখে শর্ষেফুল দেখিয়ে ম্যাচ ফিনিশ করার সেই দক্ষতা আর নেই মাহির। একা দায়িত্ব কাঁধে তুলে নিয়ে চার-ছয় মেরে ম্যাচ জেতাতে আর পারছেন না তিনি। সত্যি ‘বুড়ো’ হয়ে গিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। শনিবার (৫ এপ্রিল) দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ধোনির ঠুকঠুক করে ইনিংস খেলার জেরেই চেন্নাই সুপার কিংসের হার আরও বেশি নিশ্চিত হয়ে যায়। আর এর পরেই ধোনিকে অবসর নেওয়ার পরামর্শ দিচ্ছেন সিএসকে-র ভক্তরাই। তাঁকে খেলানোটা যে ভুল সিদ্ধান্ত সেই দাবিও তুলেছেন অনেক ভক্ত। তাঁরা বলছেন, এর থেকে ধোনি ম্যাচ মিস করলে ভালো হত।
ধোনির অবসর নিয়ে মুখ খুললেন ফ্লেমিং
ধোনি কি সত্যিই অবসর নেবেন এবার? এই প্রসঙ্গে এবার মুখ খুলেছেন সিএসকে-র হেড কোচ স্টিফেন ফ্লেমিং। এমএস ধোনির অবসর নিয়ে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছেন ফ্লেমিং। শনিবার ঘরের মাঠ চিপকে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ২৫ রানে সিএসকে-র হারের পর সাংবাদিক সম্মেলনে এসেছিলে ফ্লেমিং। সেখানে তাঁকে ধোনির অবসর নিয়ে প্রশ্ন করা হয়েছিল।উত্তরে ফ্লেমিং বলেছেন, ধোনির ভবিষ্যৎ নিয়ে তিনি কিছু জানেন না।
সিএসকে-র হেড কোচ স্পষ্ট ভাষায় বলে দেন, ‘কারও অবসর নিয়ে বিবৃতি দেওয়া আমার কাজ নয়। এই সম্পর্কে আমার কোনও ধারণাও নেই। আমি এখনও ওর সঙ্গে কাজ করাটা উপভোগ করি। ও এখনও ভালো খেলছে। আমি ওকে অবসর নিয়ে কিছু জিজ্ঞেসও করি না।’
নিরাশ করলেন মাহি
দিল্লি ক্যাপিটালসের দেওয়া ১৮৪ রান তাড়া করতে নেমে চেন্নাই সুপার কিংসের ব্যাটাররা শুরু থেকেই নড়বড় করছিলেন। পাওয়ার প্লে-তে ৪১ রানের মধ্যে ৩ উইকেট পড়ে যায় সিএসকে-র। দুই ওপেনারই ব্যর্থ। রাচিন রবীন্দ্র ৩, ডেভন কনওয়ে ১৩ করে সাজঘরে ফেরেন। কনওয়ের আগেই আউট হয়ে গিয়েছিলেন চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। মাত্র ৫ করে তিনি আউট হন। এই পরিস্থিতিতে শুরুতেই চাপে পড়ে যায় চেন্নাইয়ের দল।
তবে চারে নেমে বিজয় শঙ্কর দলের হাল ধরেছিলেন। এর পর সাতে নেমে মহেন্দ্র সিং ধোনি তাঁকে সঙ্গত করেন। ধোনি যখন ক্রিজে এসেছিলেন, তখন দলের জেতার জন্য প্রয়োজন ছিল ৫৬ বলে ১১০ রান হাতে ছিল ৫ উইকেট। কঠিন লক্ষ্য হলেও, টি২০-তে অসম্ভব কিছু ছিল না। আগের ধোনি হলে আনায়াসে এই ম্যাচ বের করে নিতে পারতেন। কিন্তু ‘বুড়ো’ ধোনি শুরু থেকে ঠুকে গেলেন। বল নষ্ট করলেন। শেষমেশ একটি করে চার এবং ছয়ের হাত ধরে ২৬ বলে ৩০ করে অপরাজিত থাকলেন তিনি। যদিও তাতে কোনও লাভই হয়নি। বিজয় শঙ্কর ৫৪ বলে ৬৯ রান করেন। মারেন একটি ছয় এবং পাঁচটি চার। নির্দিষ্ট ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ করে সিএসকে। ২৫ রানে ম্যাচটি হেরে যায় সিএসকে।