CT 2025 Final Latest Update। T20 বিশ্বকাপে ‘জিঙ্কস’ কেটেছে! ১৯ নভেম্বর যা হয়নি

Spread the love

ভারতের সিনিয়র দলের হয়ে দুটি আইসিসি টুর্নামেন্টে খেলছেন। আর দুটিরই ফাইনালে উঠেছেন। ২০২৩ সালের ফাইনালে অবশ্য স্বপ্নভঙ্গ হয়েছিল। এবার যাতে সেটা না হয়, সেজন্য নিজেদের সর্বস্ব উজাড় করে দেওয়ার প্রতিজ্ঞা করলেন ভারতের সহ-অধিনায়ক তথা তারকা ব্যাটার শুভমন গিল। সেইসঙ্গে রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলতে নামার আগে গিল জানান, ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ফলে যে একটা ‘জিঙ্কস’ (বাধা) ছিল, সেটা কেটে গিয়েছে। কারণ কোনও একটা জিনিস (ভারতের ক্ষেত্রে আইসিসি ট্রফি জয়) অনেক সময় ছুঁতে না পারলে মনে হতাশা চেপে বসে। যা ফাইনালের মতো মঞ্চের ক্ষেত্রে একেবারেই কাম্য নয় বলে মনে করছেন গিল।

জিঙ্কস কেটে গিয়েছে, বললেন গিল!

রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সাংবাদিক বৈঠকে গিলকে প্রশ্ন করা হয় যে ১১ বছরের আইসিসি ট্রফির খরার পরে ২০২৪ সালে ভারত যে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে, তাতে কি একটা মানসিক বাধা দূর হয়ে গিয়েছে? সেটার প্রেক্ষিতে গিল বলেন, ‘হ্যাঁ। নিশ্চিতভাবে। কখনও কখনও এমনটা হয় যে যখন আপনি একটা খেতাব জেতেন, তখন সেই বাধাটা (জিঙ্কস) কেটে যায়। একটা মোমেন্টাম তৈরি হয়ে যায়। খেতাব জয়ের বিষয়ে ওই বাড়তি মরিয়া ভাব থাকে না। যখন এরকম বেপরোয়া মনোভাব তৈরি হয়ে যায়, তখন সেটা মোটেও ভালো নয়।’

‘আরও ১টা আইসিসি ট্রফি জয়ের চেষ্টা করব’, দাবি গিলের

ভারতের সহ-অধিনায়ক বলেন, ‘এরকম বড় ম্যাচে যে দলটা চাপ সরিয়ে রাখতে পারে এবং ওই মুহূর্ত নিয়ে বেশি চাপ নেয় না, তাদের জয়ের সম্ভাবনা বেশি থাকে। ২০২৪ সালে খেতাব জিতেছি বলে আমরা এবার ট্রফি জয়ের ক্ষেত্রে যে কম ক্ষুধার্ত, সেটা নয়। কিন্তু ২০২৪ সালের (টি-টোয়েন্টি বিশ্বকাপ) জয়টার ফলে আমরা জানি যে আমরা একটা আইসিসি ট্রফি জিতেছি। আর আরও একটা আইসিসি ট্রফি জয়ের চেষ্টা করব।’

আগেরবার যেটা পারিনি, এবার সেটার চেষ্টা করব, প্রতিজ্ঞা গিলের

আর শুভমন যখন ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের ফাইনালে (১৯ নভেম্বর) খেলেছিলেন, তখন ভারতের মাথায় দীর্ঘদিন আইসিসি ট্রফি জিততে না পারার বোঝাটা ছিল। গিল বলেন, ‘(ফাইনালের জন্য) অত্যন্ত উত্তেজিত হয়ে আছি। টিম ইন্ডিয়ার জন্য এটা আমার দ্বিতীয় আইসিসি প্রতিযোগিতা। আর দ্বিতীয় ফাইনালও বটে। তো নিশ্চিতভাবে অত্যন্ত উত্তেজিত আছি আমরা। আগেরবার (২০২৩ সালের বিশ্বকাপ ফাইনাল) আমরা যেটা করতে পারিনি, সেটা করার চেষ্টা করব আমরা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *