‘রিয়েল লাইফে’ বিপদ যখন ঘনিয়ে আসে, তখন তথাকথিত অতিসাধারণ কিছু মানুষ তাঁদের সাহসিকতা ও মানবিকতার পরিচয় দিয়ে ‘রিয়েল হিরো’ হয়ে ওঠেন।
ঘুর্ণিঝড় ‘দানা’র আছড়ে পড়ার আশঙ্কায় যখন সারা রাজ্যের মানুষে ভয়ে তটস্থ, তেমনই একটা সময় এমন এক ‘রিয়েল হিরো’র সাক্ষাৎ পেলেন ওডিশাবাসী। সেই অনন্য মুহূর্ত বন্দি হল ক্যামেরায়। চোখের পলকে ভাইরাল হল সেই ছবি ও ভিডিয়ো।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক বৃদ্ধাকে পিঠে চড়িয়ে গ্রামের কর্দমাক্ত, পিচ্ছিল কাঁচা রাস্তা দিয়ে হেঁটে চলেছেন এক মহিলা। তাঁদের গন্তব্য, স্থানীয় ত্রাণ শিবির। উদ্দেশ্য, জীবন বাঁচাতে ঘূর্ণিঝড় স্থলভাগে পৌঁছনোর আগেই সেখানে গিয়ে আশ্রয় নেওয়া।
সমাজমাধ্যমের সংশ্লিষ্ট পোস্ট বলছে, এই ছবি ওডিশারই কেন্দ্রপাড়ার একটি গ্রামের। যে রাজ্যে বৃহস্পতিবার মধ্যরাতের কিছুটা আগেই ল্যান্ডফল হয় ঘূর্ণিঝড় দানার। আর যে মহিলাকে এক প্রবীণাকে বয়ে নিয়ে যেতে দেখা গিয়েছে ভাইরাল ভিডিয়োয়, তিনি স্থানীয় এক আশা কর্মী শিবাণী মণ্ডল।
নারীশক্তিকে কুর্নিশ:
বাস্তবের এই নায়ককে দেখে আবেগে আপ্লুত নেট নাগরিকরা। তাঁরা তাঁকে ভরিয়ে দিয়েছেন প্রশংসায়। ওডিশার প্রেস ইনফরমেশন অফ ব্যুরোর তরফ থেকে এই ঘটনার ভিডিয়ো এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়।
সঙ্গে লেখা হয়, ‘আমাদের নারীশক্তিকে কুর্নিশ। ওডিশার কেন্দ্রপাড়ার রাজনগর ব্লকের খাউসমুণ্ডা গ্রামের বাসিন্দা, আশা কর্মী শিবাণী মণ্ডল, এক প্রবীণ মহিলাকে নিজের পিঠে চড়িয়ে স্থানীয় একটি সাইক্লোন সেন্টারে নিয়ে যান।’
আপ্লুত সমাজমাধ্যম:
শিবাণীর এই কাজে খুব খুশি ইন্টারনেট ব্যবহারকারীরা। তাঁরা ওই আশা কর্মীর ভূয়সী প্রশংসা করেছেন। অনেকেই এই কাজের জন্য সরকারের কাছে শিবাণীকে পুরস্কৃত করার আবেদন জানিয়েছেন।
এক এক্স ইউজার যেমন লিখেছেন, ‘ওঁর এই কাজকে অবশ্যই স্বীকৃতি দেওয়া উচিত এবং ওঁকে পুরস্কার দেওয়া উচিত।’ আর একজনের মন্তব্য হল, ‘ওঁকে কুর্নিশ।’
আরও এক এক্স ব্যবহারকারীর কথায়, ‘নারীশক্তি যে আসলে কী, এই মহিলাই হলেন তার আদর্শ উদাহরণ।’
অনেকে আবার এই পোস্টে কোনও কথা না লিখলেও নানারকম ইমোজি ব্যবহার করে শিবাণীকে সাধুবাদ জানিয়েছেন।
আশা কর্মী কারা?
প্রসঙ্গত, ‘অ্যাক্রেডিয়েটেড সোশাল হেল্থ অ্য়াক্টিভিস্ট’ বা আশা কর্মীরা হলেন প্রশিক্ষিত একটি নারী গোষ্ঠীর সদস্য। যাঁরা একেবারে তৃণমূল স্তরে, বিভিন্ন এলাকায় বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেন এবং সেই সম্পর্কে মানুষকে সচেতন করেন।
২০২২ সালে ৭৫তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে ভারতের আশা কর্মীদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-এর তরফ থেকে পুরস্কৃত হয়। তাঁরা হু-এর ডিরেক্টর জেনারেলের তরফ থেকে বিশ্ব স্বাস্থ্য নেতা পুরস্কার অর্জন করেন।
আশা কর্মীরা মূলত সংশ্লিষ্ট এলাকার গর্ভবতী ও প্রসূতিদের স্বাস্থ্যের খোঁজ খবর রাখেন। সেইসঙ্গে, শিশুদের স্বাস্থ্য রক্ষার উদ্দেশ্য়েও সরকারের তরফে অনেক দায়িত্ব পালন করেন তাঁরা।