ড্যান্স বাংলা ড্যান্সের মূল পর্ব শুরু হয়ে গিয়েছে। আর সেখানে নির্বাচিত হওয়া প্রতিযোগীদের মধ্যে অন্যতম হল DSR গ্রুপ। কিন্তু এদিন পারফরমেন্সের আগেই বিচারকদের সঙ্গে নিজেদের সমস্যার কথা ভাগ করে নেন এই দলের সদস্যরা। জানান তাঁদের দৈনিক আয় নামমাত্র। এখানে আসায় বন্ধ সেটাও। সেই কথা শুনতেই কী প্রতিক্রিয়া হয় বিচারকদের?
এদিন জি বাংলার তরফে যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে DSR গ্রুপের এক সদস্য জানান, ‘যে জায়গায় থাকি সেখানে কাজ করেই পেট চালাতে হয়। সময় বের করে নাচ করি। নাচ করার সময় এত কিছু দেখি, অনুভব করি যে মনে হয় যেন এটা যদি সবসময় করতে পারতাম ভালো হতো। এখানে সময়ে খাবার পাই, নাচ করতে পারি। আমাদের কোরিওগ্রাফার স্যার খুব সাহায্য করেন।’ তাঁর কথা শুনেই যিশু তাঁদের আশ্বাস দিয়ে বলেন, ‘তোমরা মন দিয়ে পারফর্ম করে যাও, ভগবান উপর দিয়ে দেখছে। আমি ভগবানে বিশ্বাস করি। তুমি যদি সৎ পথে চলো আজ না হোক, কাল বা পরশু তোমার আর তিন বেলা খাবারের কথা ভাবতে হবে না।’
এরপরই এদিন শুভশ্রী গঙ্গোপাধ্যায় তাঁদের জিজ্ঞেস করেন পরিবারের কথা, জানতে চান তাঁরা কী বলছেন, খুশি কিনা। জবাবে সেই ব্যক্তি বলেন, ‘বাড়ির লোকজন জানত না যে আমি আসছি এখানে। মা জিজ্ঞেস করলে বলেছি কাজে এসেছি। কিন্তু গ্র্যান্ড অডিশনের পর ওরা জানতে পেরেছে যে আমি মিথ্যে বলে এসেছি। তো উনি খালি জিজ্ঞেস করছেন যে কবে ফিরবে? আমি ছাড়া বাড়িতে আর কেউ নেই উপার্জন করার মতো। আমি বলেছি কাজ শেষ করে জলদি ফিরে যাব। আমি চাই এখান থেকে কিছু একটা করে যেতে। মাকে খুশি করতে।’ তাঁর এই উদ্যম, আত্মবিশ্বাসে খুশি হন অভিনেত্রী, বিচারক। বলেন, ‘এই স্পিরিট বজায় রেখো। নাচের প্রতি তোমাদের এই ভালোবাসা তোমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আর আমি সবার অনুমতি নিয়ে বলছি তোমাদের যদি কখনও কারও অর্থনৈতিক সমস্যা হয় আমাদের বলো, আমরা যতটা পারব তোমাদের সাহায্য করব।’
এরপরই যিশু সেই ব্যক্তিকে জিজ্ঞেস করেন তাঁর আয় কত? তিনি জানান দৈনিক ১৫০ টাকা। কখনও কখনও অতিরিক্ত কাজ করেন। যিশু জানতে চান মাসে ৫০০০ টাকা তিনি উপার্জন করেন কি? জবাবে হ্যাঁ বলতেই যিশু ফের তাঁকে জিজ্ঞেস করেন, ‘Gpay আছে?’ নেই বলতেই তিনি জানান, ‘মন দিয়ে পারফর্ম করো। পারফরমেন্স হলেই আমি তোমায় এই মাসের ৫০০০ টাকা দিয়ে দেব।’কেবল যিশু নন। একই সুর শোনা যায় শুভশ্রীর গলাতেও। তিনি এদিন টিমের বাকিদের উদ্দেশ্যে বলেন, ‘আর আমরা সবাই মিলে বাকিদের দেব। এসব নিয়ে ভেবো না। মন খুলে পারফর্ম করো। দেখিয়ে দাও, ফাটিয়ে দাও।’
ড্যান্স বাংলা ড্যান্স প্রসঙ্গে
ড্যান্স বাংলা ড্যান্স ৮ মার্চ থেকে শুরু হয়েছে। এবারের সিজনে মিঠুন চক্রবর্তী আছেন মহাগুরু হিসেবে। সঙ্গে আছেন ৪ বিচারক। এঁরা হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, অঙ্কুশ হাজরা এবং যিশু সেনগুপ্ত। বলাই বাহুল্য এই রিয়েলিটি শোয়ের হাত ধরে ফের ছোট পর্দায় ফিরলেন যিশু, এবং তাও জি বাংলার রিয়েলিটি শোতে। ড্যান্স বাংলা ড্যান্স বর্তমানে প্রতি শনি এবং রবিবার রাত সাড়ে ৯টা থেকে দেখা যায়।