এসএসসি মামলায় রায়ের পরে তৃণমূল কংগ্রেসের শীর্ষ মহলে যে নিঃস্তব্ধতা তৈরি হয়েছিল, তা অবশেষে ভাঙলেন দেবাংশু ভট্টাচার্য। তবে সুপ্রিম কোর্ট ২৫,৭৫৩ জনের চাকরি বাতিলের যে নির্দেশ বহাল রেখেছে, তা নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি তৃণমূলের তথ্যপ্রযুক্তি সেলের প্রধান। বরং একটি গল্প শুনিয়েছেন। আর সেই গল্পের আড়ালে যে এসএসসি দুর্নীতি মামলার রায় লুকিয়ে আছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই সংশ্লিষ্ট মহলের। ওই মহলের মতে, দেবাংশু ঘুরিয়ে প্রশ্ন তুলেছেন যে কয়েকজন অযোগ্য প্রার্থীর জন্য যোগ্যদেরও কেন চাকরিচ্যুত করা হল?
এসএসসি মামলা নিয়ে গল্প শোনালেন দেবাংশু
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ের কয়েক ঘণ্টা পরে তৃণমূল নেতা দেবাংশু বলেন, ‘পেয়াদার তাড়া খেয়ে একটা গ্রামে কয়েকটা বদমায়েশ ঢুকে পড়েছিল গা ঢাকা দিতে। অত লোকের মাঝে ওদের খুঁজি কীভাবে? আর খুঁজেই যদি না পাই তবে গর্দান নেব কীভাবে? শেষমেষ সিদ্ধান্ত হল, গোটা গ্রামে আগুন লাগানো হোক। ভিতরে লুকিয়ে থাকা বদমায়েশ গুলো নিশ্চয়ই মারা পড়বে।’
সেইসঙ্গে তৃণমূলের তথ্যপ্রযুক্তি সেলের প্রধান বলেন, ‘হলও তাই। গ্রাম জ্বলল। হয়ত বদমায়েশ গুলোও মরল। দিনকয়েক বাদে আগুন শান্ত হওয়ার পর গ্রামের আনাচ-কানাচ থেকে বেরিয়ে এল হাজার হাজার বুড়ো, বাচ্চার দগ্ধ মৃতদেহ। তবে, রাজবাড়িতে উল্লাসে ভাঁটা পড়েনি! বদমায়েশ গুলো মরেছে যে!’
‘ভেজা বেড়াল সেজে ফেসবুকে পোস্ট’, কটাক্ষ শতরূপের
আর দেবাংশুর সেই মন্তব্যের পালটা দিয়েছেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। তিনি বলেন, ‘আর গ্রাম পাহারা দেওয়ার দায়িত্ব নিয়ে ভোটে জিতে এসে টাকা খেয়ে বদমায়েশদের গ্রামে ঢুকিয়েছিল যে আড়কাঠিগুলো, তারা ভেজা বেড়াল সেজে ফেসবুকে পোস্ট করছে। চোরেদের ঠেকে উল্লাসে ভাটা পড়েনি। চুরির টাকাগুলো হজম হয়ে গিয়েছে। ওগুলো আর ফেরত দিতে হবে না যে!’
মৃত্যুদণ্ডের শামিল হল, বললেন শিক্ষিকা
আর সেই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই যাঁরা চাকরি হারালেন, তাঁরা হতাশায় ভেঙে পড়েছেন। সুপ্রিম কোর্ট জানিয়েছে, কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে ২৫,৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করা হচ্ছে। আর তারপর কান্নায় ভেঙে পড়েছেন অনেকেই।
বারুইপুরের একটি স্কুলের শিক্ষিকা প্রশ্ন তুলেছেন, যাঁরা যোগ্য, তাঁদেরও চাকরিচ্যুত হতে হল? তাঁরা তো যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন। অনেকে উত্তর ২৪ পরগনার এক শিক্ষিকা দাবি করেছেন যে মৃত্যুদণ্ডের শামিল হল এটা। যাঁরা অযোগ্য, যাঁরা দুর্নীতি করেছেন, তাঁদের জন্য যোগ্য প্রার্থীদের জীবন তছনছ হয়ে গেল দাবি করেছেন তিনি।