Delhi Building Collapse Death Updates। টানা বৃষ্টির মাঝে দিল্লিতে বাড়ি ধসে মৃত ৪

Spread the love

দিল্লিতে বাড়ি ধসে মৃত একাধিক। ঘটনাটি ঘটেছে দিল্লির মুস্তাফাবাদ এলাকায়। শনিবান ভোরে এই ঘটনা ঘটে। অনুমান করা হচ্ছে, দিল্লিতে চলতে থাকা টানা বৃষ্টির জেরে এই চারতলা বাড়িতে ধস নেমে থাকতে পারে। এদিকে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নীচ থেকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে চারজনের মৃতদেহ। এখনও বেশ কয়েকজন নীচে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ও পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানা গিয়েছে। 

দিল্লির উত্তর-পূর্ব জেলার অতিরিক্ত ডিসিপি সন্দীপ লাম্বা নিশ্চিত করেছেন যে এখনও পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে একাধিক জনের মৃত্যু ঘটেছে। আরও কয়েকজন আটকা পড়ে আছেন ধ্বংসস্তূপের নীচে। তিনি বলেন, ‘ভোর ৩টার দিকে এই ঘটনা ঘটে। ১৪ জনকে উদ্ধার করা গেলেও তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। এটি একটি চারতলা ভবন ছিল… উদ্ধারকাজ এখনও চলছে। এখনও ৮-১০ জন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।’ এদিকে সংবাদ সংস্থা এএনআইয়ের শেয়ার করা একটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে মর্মান্তিক মুহূর্তটি।

এদিকে ডিভিশনাল ফায়ার অফিসার রাজেন্দ্র আটওয়াল জানিয়েছেন, শনিবার রাত ২টো ৫০ মিনিট নাগাদ বাড়ি ধসের খবর আসে। তিনি বলেন, ‘রাত ২টা ৫০ মিনিটের দিকে আমাদের কাছে একটি ফোন আসে যে একটি বাড়ি ধসে পড়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে জানতে পারি যে পুরো ভবনটি ধসে পড়েছে এবং লোকেরা ধ্বংসস্তূপের নীচে আটকা পড়েছে … এনডিআরএফ, দিল্লি ফায়ার সার্ভিস মানুষকে উদ্ধারের কাজ করছে।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল থেকে দিল্লিতে আচমকা আবহাওয়ার পরিবর্তন দেখা যায়। রাতে দিল্লিতে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের জেরে শহরের বিভিন্ন অংশ জলমগ্ন হয়ে যায়। এই আবহে বৃষ্টির কারণেই এই ভবনটি ধসে গিয়ে থাকতে পারে বলে মে করা হচ্ছে। এর আগে গত সপ্তাহে প্রবল ধূলিঝড়ের সময় মধু বিহার থানার কাছে একটি নির্মীয়মাণ ভবনের দেয়াল ধসে একজন নিহত ও দুজন আহত হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *