Dhaka on Modi Yunus Meet। ‘মোদী বলেছেন, সম্পর্ক বাংলাদেশের মানুষের সঙ্গে

Spread the love

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান পদে বসার পর ব্যাঙ্ককে প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সদ্য সাক্ষাৎ হয়েছে মহম্মদ ইউনুসের। ব্যাঙ্ককের সেই হাইভোল্টেজ বৈঠক কেমন ছিল? উঠেছিল কি শেখ হাসিনা প্রসঙ্গ? বৈঠকে বাংলাদেশকে কোন বার্তা দিয়েছেন মোদী? এই সমস্ত নিয়ে সদ্য মুখ খুললেন বাংলাদেশের বিদেশমন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন।

কেমন ছিল মোদী-ইউনুস বৈঠক?

নরেন্দ্র মোদী ও মহম্মদ ইউনুস বৈঠককে কোন চোখে দেখছে ঢাকা? তা নিয়ে মুখ খুলেছেন সেদেশের বিদেশমন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি ওই বৈঠক নিয়ে বলেন,’আমার যেটা মনে হয়, একটি ইতিবাচক পরিবেশে সাক্ষাৎটা হয়েছে এবং দুইপক্ষ সম্পর্ক ভালো রাখার এবং করার ওপর জোর দিয়েছে।’ জানা যায়, গত শুক্রবারের ওই বৈঠকে ইউনুসকে মোদী বলেন, ‘পরিবেশ কলুষিত করতে পারে এমন কথা’ এড়িয়ে যাওয়া উচিত। সেই উত্তেজনাকর বক্তব্য এড়িয়ে যাওয়া প্রসঙ্গে, তৌহিদকে জিজ্ঞাসা করা হলে বাংলাদেশের ইউনুস সরকারের এই উপদেষ্টা বলেন,’ আমরা নিজেরাও এই পয়েন্টে একমত। এটি আসলে একতরফাভাবে হচ্ছে– সেরকম নয়।’ এরইসঙ্গে তিনি যোগ করেন,’ হয়তো আমাদের কেউ কেউ বলছেন– যেটি তাঁদের না বলাই ভালো। একই কাজ ভারত থেকেও হয়ে থাকে। পশ্চিমবঙ্গ থেকে প্রায় প্রতিদিনই শক্ত শক্ত কথাবার্তা শুনতে পাচ্ছেন। কেন্দ্রীয় সরকারের কেউ কেউ এটা করেছেন। সম্পর্ক উন্নয়ন করতে গেলে বরং আপত্তিকর কথাবার্তা কোনও পক্ষ থেকে না বলাই ভালো। আমরা বিষয়টি সেই দৃষ্টিকোণ থেকে দেখছি।’ এছাড়াও বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত কোনও বার্তা দিয়েছে কি না, তা নিয়েও মুখ খোলেন তৌহিদ। তিনি বলেন,’ নির্বাচন নিয়ে কথাবার্তা তারা সবসময় বলে।’

শেখ হাসিনা প্রসঙ্গ কি এসেছে?

সাংবাদিকদের প্রশ্ন ছিল, মোদীর সঙ্গে ইউনুসের সাক্ষাতের মাঝে কি শেখ হাসিনার প্রসঙ্গ উঠেছিল? তার উত্তরে তৌহিদ হোসেন জানান, ‘ বিষয়টি উত্থাপিত হয়েছে। কিন্তু এটি নিয়ে চূড়ান্ত কিছু হয়নি। আমি এটুকু বলবো।’

‘তারা যদি না দেয়..’ প্রসঙ্গে ভারতের ভিসা:-

ভারতের ভিসা ইস্যুতে তৌহিদ হোসেন বলেন,’ এটি সম্পূর্ণ তাদের সার্বভৌম অধিকার। তারা যদি না দেয়, তবে আপনি কিছুই করতে পারবেন না।’ তিনি আশা প্রকাশ করেন, ‘ভারত ভিসা প্রক্রিয়া সহজ করুক এবং এটিতে তাদেরও স্বার্থ উদ্ধার হবে এবং আমাদেরও স্বার্থ উদ্ধার হবে।’

মোদীর বার্তা:-

ভিসা ইস্যুতে কথা বলতে গিয়ে তৌহিদ হোসেন বলেন,’ জনকেন্দ্রিক সম্পর্কের বিষয়টি একেকজন একেকভাবে নিতে পারেন।’ তৌহিদ বলেন,’ নরেন্দ্র মোদী স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক… দেশের সঙ্গে, মানুষের সঙ্গে এবং কোনও দলের সঙ্গে নয়। আমি এটিকে ইতিবাচক দিক হিসাবে দেখতে চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *