বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। জানিয়ে দিলেন পূর্ব মেদিনীপুরের দিঘায়(Digha) নবনির্মিত জগন্নাথ মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধনের দিনক্ষণ!
বুধবার বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী ২৯ এপ্রিল (২০২৫) দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করা হবে। তিথি অনুসারে, অক্ষয় তৃতীয়ার একদিন আগেই মন্দিরের দরজা খুলে যাবে।
স্বাভাবিকভাবেই এই ঘোষণা প্রভু জগন্নাথের ভক্তবৃন্দ এবং সাধারণ পর্যটক – দুই পক্ষের কাছেই বিরাট পাওয়া। এত দিন তাঁরা সকলেই অপেক্ষায় ছিলেন, কবে চাক্ষুষ করা যাবে সেই মন্দির? কবে ঢোকা যাবে মন্দিরের অন্দরে? কবেই বা পুজো দেওয়া যাবে প্রভু জগন্নাথের নামে?
মমতার এদিনের ঘোষণায় ভক্ত, পুণ্যার্থী ও পর্যটকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও খুশি হবেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।