পরিচালক গিল্ড বনাম ফেডারেশনের দ্বন্দ্ব কী মিটবে? সময় যতই এগোচ্ছে, ততই বাড়ছে টেনশন উত্তেজনা। বুধবার সন্ধ্যে ৭টায় বৈঠকে বসার কথা রয়েছে দুই পক্ষের। আদৌ কি আলোচনা হবে? নাকি টেকনিশিয়ানদের মতোই পরিচালকরাও অসহযোগিতার পথেই হাঁটবেন? আপাতত টলিপড়ার অন্দরে কান পাতলে এই প্রশ্নই শোনা যাচ্ছে।
জানা যাচ্ছে, যাতে সমস্যা মেটে শ্যুটিং শুরু হয়, সেই ভাবনা নিয়ে পরিচালক গিল্ডের সদস্যরা একটি চিঠি ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে পাঠিয়েছেন। যদিও ফেডারেশনের তরফে এখনও তার কোনও জবাব মেলেনি বলেই খবর।
এদিকে বুধবার ও থমকে পরিচালক শ্রীজিৎ রায়ের সিরিয়ালের সেট তৈরির কাজ। এদিনও আর্ট সেটিং কর্মীরা তাঁর সিরিয়ালের সেট তৈরির কাজে আসেনি। সকলেই তাই আপাতত সন্ধ্যে ৭টার দিকে তাকিয়ে রয়েছেন। আশা করছেন সমস্যা মিটবে, মীমাংসা হবে। এবার আদপে পরিস্থিতি কোন দিকে এগোয় সবই সময়ের অপেক্ষা।
এদিকে ফেডারেশনের কোপে একের পর এক পরিচালক সমস্যায় পড়েছেন। অনেকেই আতঙ্কে রয়েছেন, এবার কার উপর কোপ পড়বে? এই পরিস্থিতির জেরে একাধিক ছবি, সিরিজ ও ধারাবাহিকের ভাবনা থাকলেও কাজ শুরু করতে ভায় পাচ্ছেন পরিচালকরা। সম্প্রতি ফেডারেশনের কারণে শ্যুটিং বন্ধ হয়ে যায় পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়স জয়দীপ মুখোপাধ্যায়, শ্রীজিৎ রায়ের মতো পরিচালকের।
প্রযুক্তিগত সমস্যার কথা বলে কৌশিক গঙ্গোপাধ্যায়ের পুজোর ছবি ‘জংলা’র শ্যুটিং বন্ধ করে দেওয়া হয়। বন্ধ হয়ে যায়, জয়দীপ মুখোপাধ্যায়ের সিরিজ ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’-এর পরের পর্বের শ্যুটিং। আর তৃতীয় কোপ পড়ে পরিচালক শ্রীজিৎ রায়-এর উপর। তাঁর তো সবে শুরু হয়েছিল ধারাবাহিকের সেট তৈরির কাজ। যে কাজ কোনও নোটিশ ছাড়াই বন্ধ করে দেওয়া হয়েছে।
শ্রীজিৎ রায়ের কাজ বন্ধের পর মঙ্গলবার দাসানি স্টুডিয়োতে সাংবাদিক বৈঠক করেন গিল্ড সভাপতি সুব্রত সেন, সম্পাদক, সুদেষ্ণা রায়, কার্যকরী কমিটির সদস্য রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্য। সুদেষ্ণা রায় অনুরোধ করেছিলেন, গত বারের মতো এবারও যাতে গৌতম ঘোষ, প্রসেজিৎ চট্টোপাধ্যায়, দেব সমস্যা মেটাতে এগিয়ে আসেন। তবে সেটা আদৌ হবে কিনা সেটা নিয়েও প্রশ্ন রয়েছে।
প্রসঙ্গত গত বছর জুলাই মাসে পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে সাসপেন্ড করা নিয়ে টলিপাড়ায় তীব্র হইচই হয়েছিল। তাঁর পাশে দাঁড়িয়েছিলেন পরিচালক গিল্ডের সদস্যরা। থমকে গিয়েছিল শ্যুটিং। সেসময় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সমস্যা মিটেছিল। তবে ফের একই সমস্যা তৈরি বয়েছে।
এদিকে এবিষয়ে কোনও মন্তব্য করেননি ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস।