যুক্তরাষ্টের প্রেসিডেন্ট হওয়ার আগে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) বিরুদ্ধে ফৌজদারি মামলা পরিচালনায় যুক্ত ১২ জনেরও বেশি আইনজীবীকে বরখাস্ত করা হয়েছে। সোমবার মার্কিন বিচার বিভাগের এক আধিকারিক বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ট্রাম্পের মনোনীত এবং ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেমস ম্যাকহেনরির সিদ্ধান্তে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই আইনজীবীরা যেহেতু ট্রাম্পের মামলায় মুখ্য ভূমিকা পালন করেছিলেন, তাই প্রেসিডেন্টের অ্যাজেন্ডা বাস্তবায়নে তারা নির্ভরযোগ্য হবেন বলে বিশ্বাস করেন না ম্যাকহেনরি। তাই তাদের বরখাস্ত করা হয়েছে।
ট্রাম্পের (Donald Trump) বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা পরিচালনায় বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথের সঙ্গে কাজ করছিলেন চাকরিচ্যুত আইনজীবীরা। তবে, নভেম্বরে ট্রাম্প জয়লাভ করলে মামলাগুলো বাতিল করে দেয় বিচার বিভাগ। আর চলতি মাসে পদত্যাগ করেছেন স্মিথ।
আইনজীবীদের জন্য ইস্যু করা ইস্তফাপত্রের একটি অনুলিপি রয়টার্স যাচাই করে দেখেছে। বরখাস্ত করার পক্ষে সাফাই গেয়ে চিঠিতে ম্যাকহেনরি উল্লেখ করেছেন, মার্কিন সংবিধান অনুযায়ী ট্রাম্পের এক্সিকিউটিভ পাওয়ার আইনের সমতুল্য।
চার বছর হোয়াইট হাউজের বাইরে থাকাকালীন সময়ে আইনি উপায়ে ট্রাম্পকে (Donald Trump) কাবু করার চেষ্টা করা হয়েছিল। সেই ব্যক্তিদের একহাত দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন ট্রাম্প ও তার সমর্থকরা। সোমবারের ঘটনায় প্রমাণ হলো, হুমকি বাস্তবায়নে পিছপা হবে না প্রশাসন।
ট্রাম্পকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে বক্তব্য দিয়েছিল বিচার বিভাগ। ফলে, তাদের প্রতি ট্রাম্প ও তার সমর্থকদের আদায়-কাচকলায় সম্পর্ক হওয়াটা অস্বাভাবিক নয়।
ট্রাম্পের বিরুদ্ধে ফ্লোরিডার ব্যক্তিগত ক্লাবে গোপন নথি রাখার ও ২০২০ সালের নির্বাচনের ফলাফল প্রত্যয়নে হস্তক্ষেপের অভিযোগে মামলা করেছিলেন স্মিথ। ট্রাম্প (Donald Trump) এসব অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, এসব মামলা আইন ব্যবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহারের উদাহরণ। নির্বাচনে ট্রাম্প জয়লাভ করার পর মামলাগুলো প্রত্যাহার করে নেন স্মিথ।