মায়ানমারের ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তানে(Pakistan) ভূমিকম্প(Earthquake)। জানা গিয়েছে, পাকিস্তানের বালোচিস্তান এদিন কেঁপে ওঠে ভূমিকম্পে। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৬। এমনই তথ্য জানিয়েছে, ইউনাইটেড স্টেটস জিওগ্রাফিক্যাল সার্ভে। জানা গিয়েছে এই কম্পন অনুভূত হয়েছে করাচিতেও।
পাকিস্তানের বালোচিস্তানের উথাল শহর থেকে ৬৫ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ পূর্বে এই ভূমিকম্পের এপিসেন্টার। ১০ কিলোমিটার গভীরে এটি আঘাত করে। এই কম্পনের জেরে কোনও হতাহতের খবর মেলেনি। এদিকে, সোশ্যাল মিডিয়ায় বহু নেটিজেন দাবি করেছেন, করাচিতেও এই কম্পন অনুভূত হয়েছে। বহু নেটিজেন দাবি করেছেন, সোমবার স্থানীয় সময় বিকেল ৪.১১ মিনিট নাগাদ এই কম্পন অনুভব করেন তাঁরা। তাঁরা জানাচ্ছেন, করাচিতে এই কম্পনের তীব্রতা সেরকম ছিল না। আরও এক ইউজারের দাবি, করাচির বিভিন্ন জায়গায় এই কম্পন অনুভূত হয়েছে।
উল্লেখ্য, কিছুদিন আগেই, মায়ানমারে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। সেই ভয়াবহ ঘটনায় কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৭। উল্লেখ্য, মায়ানমারের বহু এলাকা সহ থাইল্যান্ডও এই ভূমিকম্পের জেরে বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়ে। হতাহতের সংখ্যা লাফিয়ে বাড়ছে দেশগুলিতে। মায়ানমারে এই ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ পার করেছে। এই গোটা সপ্তাহ সেদেশে শোক-সপ্তাহ হিসাবে পরিগণিত হচ্ছে। ৬ এপ্রিল পর্যন্ত সেদেশে জাতীয় পতাকা অবনমিত থাকবে। সবচেয়ে করুণ পরিস্থিতি মান্দালয়ের। সেখানে রাস্তায় বহু মানুষকে আশ্রয় নিতে দেখা গিয়েছে। সপ্তাহান্তে সেখানে পর পর আফটার শক, আতঙ্ক ধরিয়েছে স্থানীয়দের মধ্যে। গত শুক্রবার মায়ানমারের ভূূমিকম্পের রেশ এসে পড়ে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গেও। মৃদু কম্পন অনুভূত হয় কলকাতাতেও। এদিকে, নিমেষে তছনছ হয়ে যায় থাইল্যান্ড মায়ানমারের বহু জায়গা। মায়ানমারের জুন্টা সরকার জানিয়েছে, সেদেশে মৃতের সংখ্যা ২,০৫৬ জন। ২৭০ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আহতের সংখ্যা ৩,৯০০ জন। এদিকে, থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে ১৯ জনের মৃত্যুর খবর এসেছে। যেখানে ৩০ তলার একটি টাওয়ার ভেঙে পড়ে কম্পনের জেরে।