Earthquake News। ফের ৭.১ কম্পনমাত্রায় প্রবল ভূমিকম্প

Spread the love

একটা ভূমিকম্প সামলে উঠতে না উঠতেই ফের আরেকটা ভূমিকম্প। প্রবল ভূকম্পনে সম্প্রতি ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় মায়ানমার। এবার ৭.১ কম্পন মাত্রায় কেঁপে উঠল টোঙ্গা। সুনামি সতর্কতা জারি করা হয়েছে সেখানে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওই জিওলজিক্যাল সার্ভে সূত্রে খবর, মাটির মাত্র ১০ কিলোমিটার নিচে উৎপত্তি এই ভূমিকম্পের।

আশেপাশেও জারি হয়েছে সুনামি সতর্কতা। প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই দ্বীপে পঙ্গাই গ্রামের খুব কাছেই ছিল ভূমিকম্পের এপিসেন্টার। অন্য দিকে, পার্শ্ববর্তী দ্বীপ নুইয়েও সুনামি সতর্কতা জারি হয়েছে‌। বিশেষজ্ঞদের কথায়, এই সুনামি আশেপাশের ৩০০ কিলোমিটার দূর পর্যন্ত এলাকাকে বিপর্যস্ত করতে পারে।

সম্প্রতি মায়ানমারের ভূমিকম্পে বিধ্বস্ত হয়ে পড়ে আশেপাশের দেশগুলিও। কলকাতাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ব্যাঙ্ককে ভেঙে পড়েছে একাধিক বহুতল। এবার ফের ভূমিকম্প দেখা দিল প্রশান্ত মহাসাগরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *