ক’দিন আগেই অ্যাশলে সেন্ট ক্লেয়ার নামে এক ট্রাম্পপন্থী লেখিকা দাবি করেছিলেন, তিনি ইলন মাস্কের সন্তানের মা হয়েছেন। আর এরই মাঝে মাস্কের আরও একবার বাবা হওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এবারে জল্পনা ইলন মাস্কের সঙ্গী শিভন জিলিসকে নিয়ে। সম্প্রতি নিজের ছেলে সেলডন লাইকুরগাসকে নিয়ে একটি পোস্ট শেয়ার করেন শিভন। সেই পোস্টেই হার্ট ইমটিকন দিয়ে জবাব দেন ইলন মাস্ক। শিভন জিলিস তার মেয়ে আর্কেডিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে তার ছেলে সেলডন লাইকুরগাস সম্পর্কেও লেখেন। সেখানেই ‘রিঅ্যাক্ট’ করেন ইলন মাস্ক(Elon Mask)।
উল্লেখ্য, বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ইলন মাস্ক এর আগে ২০ বছরে অন্তত ১২ জন সন্তানের বাবা হয়েছেন। ২০০২ সালে প্রথমবার বাবা হয়েছিলেন ইলন মাস্ক। তাঁর প্রথম সন্তানের মা কানাডিয়ান লেখিকা জাস্টিন উইলসন। তবে ইলনের প্রথম সন্তান মাত্র ১০ মাস বয়সেই মারা গিয়েছিল। এরপর আইভিএফ পদ্ধতিতে ইলন মাস্ক এবং নেভাদা পাঁচ সন্তানের অভিভাবক হয়েছিলেন। ২০০৮ সালে জাস্টিন উইলসন এবং মাস্ক বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন। তারপরে অভিনেত্রী তালুলাহ রাইলিকে দু’বার বিয়ে করেন মাস্ক। তবে তাদের একসাথে কোনও সন্তান ছিল না। ২০২০ সালে গায়িকা গ্রিমেস মাস্কের সন্তানের মা হন। এরপর মাস্কের আরও দুই সন্তানের মা হয়েছিলেন গ্রিমেস। এদিকে নিজের কোম্পানি নিউরালিংকের আধিকারিক শিভন জিলিসের সঙ্গে মাস্কের দু’টি সন্তান আছে। এরপর শিভনের আরও এক সন্তান হয়েছিল। সেই সন্তানের বিষয়ে অবশ্য তথ্য গোপন করে রাখা হয়েছিল।
এদিকে গত ১৪ ফেব্রুয়ারি লেখিকা অ্যাশলে সেন্ট ক্লেয়ার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে দাবি করেন, পাঁচ মাস আগে তিনি ইলন মাস্কের এক সন্তানকে জন্ম দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনকারী গোষ্ঠী ‘মেক আমেরিকা গ্রেট আগেন’ বা মাগা-র হয়ে কলাম লেখেন এই অ্যাশলে সেন্ট ক্লেয়ার। তাঁর বছর মাত্র ২৬ বছর। তিনি একাধারে লেখিকা এবং ইনফ্লুয়েন্সারও বটে। নিজের ডানপন্থী মনোভাব প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন অ্যাশলে।
এদিকে সাম্প্রতিক সময়ে ইলন মাস্কের এক সন্তানের শারীরিক অবস্থা খুব খারাপ বলে দাবি করেন গ্রিমেস। তবে গ্রিমেসের কথায় ‘পাত্তা দেননি’ মাস্ক। অপরদিকে অ্যাশলের দাবির পরিপ্রেক্ষিতেও মুখ খোলেননি মাস্ক। এই আবহে তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চার অন্ত নেই। এরই মাঝে এবার শুরু হল মাস্কের নয়া সন্তান নিয়ে জল্পনা।