Financial Scam By Pak Player। বিশ্বকাপের সময় ব্যাট কিনে পয়সা দেননি পাক তারকা

Spread the love

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হওয়া সত্ত্বেও গ্রুপ লিগ থেকে ছিটকে যাওয়া এবং চ্যাম্পিয়ন্স ট্রফি পরবর্তী সময়ে নিউজিল্যান্ড সফরের প্রথম ২টি টি-২০ ম্যাচে পাক দলের অসহায় আত্মসমর্পণ দেখে ওদেশের ক্রিকেটপ্রেমীরা নিতান্ত হতাশ ছিলেন। তবে কিউয়িদের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচে যেভাবে ঘুরে দাঁড়ায় পাকিস্তান দল, তা দেখে উৎফুল্ল হতে পারেন পাক সমর্থকরা। বিশেষ করে হাসান নওয়াজের মতো নতুন তারার হদিশ পাওয়া পাকিস্তান ক্রিকেটে অত্যন্ত ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হচ্ছে।

আসলে পাক ক্রিকেটমহল বাবর আজম পরবর্তী সুপারস্টারের খোঁজে রয়েছে এই মুহূর্তে। তাই নওয়াজের চমকপ্রদ আবির্ভাবে আশার আলো খুঁজছে ওদেশের সমর্থকরা। শুক্রবার অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের দুর্দান্ত জয় যদি উৎফুল্ল করে থাকে ক্রিকেটপ্রেমীদের, তবে একটি হতাশাজনক খবরও সামনে আসে, যা পাক সমর্থকদের মাথা নীচু করে দেবে নিশ্চিত।

অভিজ্ঞ পাক সাংবাদিক ওয়াহিদ খান তাঁর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এমন একটি ঘটনার কথা সামনে নিয়ে আসেন, যা নিয়ে নিন্দার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এমন ঘটনার সত্যতা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। হিন্দুস্তান টাইমস বাংলার তরফেও ঘটনার যথার্থতা যাচাই করা সম্ভব হয়নি।

আসলে সংশ্লিষ্ট পাক সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় জানান যে, গত বছর টি-২০ বিশ্বকাপের সময় পাকিস্তান ক্রিকেট দল যখন আমেরিকায় ছিল, এক প্রথম সারির পাক ক্রিকেটার নিউ জার্সির একটি দোকান থেকে ৩টি ব্যাট কেনেন। দোকানের মালিক নিউ ইয়র্কে গিয়ে নিজে সেই ব্যাট দিয়ে আসেন ক্রিকেটারকে। যদিও এখনও তিনি ব্যাটের টাকা পাননি সেই ক্রিকেটারের কাছ থেকে। এমনও অভিযোগ তোলা হয় যে, সেই ক্রিকেটার এখন আর দোকান মালিকের ফোনই ধরছেন না।

যদিও ওয়াহিদ খান স্পষ্ট করে জানাননি যে, কোন পাক ক্রিকেটার এমন কাণ্ড ঘটিয়েছেন। তবে সুপারস্টার কোনও ক্রিকেটারই যে এমন অনভিপ্রেত ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছেন, তাতে কোনও সন্দেহ নেই। কেননা অপর এক টুইটার ব্যবহারকারী ওয়াহিদের টুইটের প্রতিক্রিয়ায় লেখেন যে, জাতীয় দলের হয়ে যাঁরাই খেলেন, তাঁরা প্রত্যেকেই জনপ্রিয় খেলোয়াড়। যার প্রতিক্রিয়ায় ওয়াহিদ বিস্ময় প্রকাশ করে পালটা জানতে চান যে, সত্যিই কি সবাই জনপ্রিয়?অর্থাৎ, সংশ্লিষ্ট পাক সাংবাদিক দলের প্রত্যেককে জনপ্রিয় ক্রিকেটার বলে মানতে রাজি নন। যার অর্থ, আন্তর্জাতিক ক্রিকেটে অতি পরিচিত বড় কোনও পাক তারকার নাম সামনে আসতে পারে এক্ষেত্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *