ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট (এফডি) থাকা নাগরিকরা সুখবর পেলেন বাজেটে। আসলে যাঁরা ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করেন, তাঁরা যে সুদ পান, সেই প্রাপ্ত সুদের উপরে টিডিএস (ট্যাক্স ডিডাকটেড অ্যাট সোর্স) কাটা হয়। আপাতত টিডিএস কাটার সেই সীমা হল ৪০,০০০ টাকা (প্রতিটি অর্থবর্ষ)। এবারের বাজেটে সেই সীমা বাড়িয়ে দেওয়া হল। যা কার্যকর হবে আগামী অর্থবর্ষ থেকে।
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ৪০,০০০ টাকার সীমা বাড়িয়ে ৫০,০০০ টাকা করা হচ্ছে। অর্থাৎ আপাতত ফিক্সড ডিপোজিট থেকে প্রাপ্ত সুদ ৪০,০০০ টাকা হলেই টিডিএস কেটে নেওয়া হয়। আগামী ২০২৫ সালের ১ এপ্রিল থেকে সুদের অঙ্কটা ৫০,০০০ টাকা ছুঁলে তবেই টিডিএস কাটা যাবে। আর তার ফলে লাভবান হবেন সাধারণ মানুষ (প্রবীণ নাগরিকরা নন)।
ফিক্সড ডিপোজিটে কীভাবে টিডিএস কাটা হয়ে থাকে? যদিও কোনও অ্যাকাউন্টধারীর প্রাপ্ত সুদের অঙ্কটা (প্রতি অর্থবর্ষের নিরিখে) নির্ধারিত সীমা পেরিয়ে যায়, তাহলে ব্যাঙ্ককে টিডিএস কেটে নিতে হয়। সেই সীমাটা প্রবীণ নাগরিক ও সাধারণ নাগরিকের জন্য আলাদা-আলাদা। প্যান কার্ড থাকলে ১০ শতাংশ হারে টিডিএস কেটে নেওয়া হয়।
এমনিতে এবার বাজেটে কর সংক্রান্ত একাধিক ঘোষণা করা হয়েছে। আয়কর সংক্রান্ত একাধিক সুখবর দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানিয়েছেন, ১২ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয় করমুক্ত করে দেওয়া হচ্ছে। যাঁরা বেতনভোগী, তাঁরা স্ট্যান্ডার্ড ডিডাকশন হিসেবে বাড়তি ৭৫,০০০ টাকার ছাড় পাবেন। অর্থাৎ তাঁদের ক্ষেত্রে আয় ১২.৭৫ লাখ টাকা হলেও কর দিতে হবে না।তাছাড়া আয়কর কাঠামোয় পরিবর্তন করা হয়েছে। নয়া আয়কর কাঠামোর পুরোটা দেখে নিন – ৪ লাখ টাকা পর্যন্ত: শূন্য। ৪ লাখ থেকে ৮ লাখ: ৫ শতাংশ। ৮ লাখ থেকে ১২ লাখ: ১০ শতাংশ। ১২ লাখ থেকে ১৬ লাখ: ১৫ শতাংশ। ১৬ লাখ থেকে ২০ লাখ: ২০ শতাংশ। ২০ লাখ থেকে ২৪ লাখ: ২৫ শতাংশ। ২৪ লাখ টাকার বেশি: ৩০ শতাংশ।