Four-day Test। এবার আন্তর্জাতিক ক্রিকেটে চার দিনের টেস্ট? 

Spread the love

ইতিমধ্যেই ঠিক হয়ে গেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কাদের মধ্যে হবে। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান ফরম্যাটটি বদলাতে আগ্রহী আইসিসি। সেই মতো আলোচনা শুরু করেছে তারা। টেস্টে টু-টিয়ার সিস্টেমচালু করতে চায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। একই সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে চালু হতে পারে চার দিনের টেস্ট। আগামী ২০ জুন হেডিংলিতে ইংল্যান্ড এবং ভারতের মধ্যকার প্রথম টেস্ট দিয়ে পরবর্তী চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হবে। তার আগে পুরোনো ফরম্যাট বদলে ফেলতে চাইছে আইসিসি।

টেস্টে টু-টিয়ার পদ্ধতি চালু:
বর্তমান ফরম্যাট নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। এই পদ্ধতিতে কোনও দলের ম্যাচ সংখ্যা বেশি, তো কারও কম। আবার কিছু দল ভালো খেলতেও পারছে না। তাই ‘স্বচ্ছ প্রতিযোগিতার’ স্বার্থে টু-টিয়ার টেস্ট সিস্টেম চালু করার ভাবনা বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার। এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রিচার্ড থমসনের কথায়, যিনি আবার আইসিসির স্ট্র্যাটেজিক গ্রোথ কমিটির হেড।

দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বর্তমান কাঠামোটি যেভাবে কাজ করা উচিত, সেভাবে কাজ করছে না। আমাদের একটি ন্যায্য, ভালো প্রতিযোগিতা খুঁজে বের করতে হবে। কিন্তু এই মুহূর্তে কোনও সুপারিশ করা হয়নি। আমাদের এই বিষয়ে কাজ করার জন্য পাঁচ মাস সময় আছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপটি আরও ন্যায্য এবং আরও প্রতিযোগিতামূলক হওয়া উচিত। এটা এমন হওয়া উচিত যাতে দলগুলি ফাইনাল খেলার জন্য মুখিয়ে থাকে এবং বাকি দলগুলিকে টেস্ট খেলার জন্য উৎসাহ দিয়ে থাকে।’

চার দিনের টেস্ট ক্রিকেট হওয়ার সম্ভাবনা:
সম্প্রতি আইসিসির চেয়ারম্যান জয় শাহের সঙ্গে নতুন পদ্ধতিতে টেস্ট চ্যাম্পিয়নশিপ চালুর বিষয় নিয়ে আলোচনা করেন রিচার্ড থমসন। সেই সময় চার দিনের টেস্ট ক্রিকেট খেলা নিয়ে আলোচনা হয়। মনে করা হচ্ছে যেই ভাবে দিন দিন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ জনপ্রিয় হয়ে উঠছে তাতে করে চার দিনের খেলা চালু হলে আরও বেশি করে ৩ ম্যাচের টেস্ট সিরিজ জনপ্রিয় হবে বলে আশা করা হচ্ছে। তবে অ্যাশেজ বা বর্ডার গাভাসকর ট্রফির মতো মার্কি সিরিজগুলিতে ৫ দিনের টেস্ট ক্রিকেটই খেলা হবে। অর্থাৎ টু-টায়ার টেস্ট সিস্টেম চালু হলে প্রথম সারির দলগুলি ৫ দিনের ম্যাচই খেলবে। সেক্ষেত্রে ভারতের চার দিনের টেস্ট খেলার সম্ভাবনা কমই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *