Hasina on Yunus and Bangladesh। ‘ইউনুসের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে…’

Spread the love

‘মহম্মদ ইউনুসের হাত থেকে দেশকে রক্ষা’ করার বার্তা দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উল্লেখ্য, বিগত বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশ উত্তাল মাগুরার নাবালিকা ধর্ষণ কাণ্ডকে ঘিরে। সেই ইস্যুতেই এবার ইউনুসকে আক্রমণ শানিয়ে অডিয়ো বার্তা দিলেন শেখ হাসিনা। ৯ মার্চ মধ্যরাতে হাসিনার দল আওয়ামী লীগ সমাজমাধ্যমে একটি অডিয়ো বার্তা প্রকাশ করে। সেই ৯ মিনিটের অডিয়ো বার্তাতেই ইউনুসকে ‘জঙ্গিনেতা’ বলে তোপ দাগেন হাসিনা।

প্রসঙ্গত, সম্প্রতি মাগুরায় ৮ বছর বয়সি এক নাবালিকাকে ধর্ষণ করা হয়। সেই মামলায় ছ’মাসের মধ্যে বিচারপ্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশের হাই কোর্ট। তা সত্ত্বেও বাংলদেশ জুড়ে পথে নেমেছেন নারীরা। চলছে বিক্ষোভ প্রতিবাদ। এই আবহে শেখ হাসিনা বলেন, ‘মেয়েরা অনেকেই স্লোগান দিয়েছে আমাকে বিদায় দেওয়ার জন্য। আমায় বিদায় দেওয়ার পর বাংলাদেশের কী অবস্থা দেখুন। আজ মেয়েদের সম্মান নেই। আমরা নারী নির্যাতন বন্ধে কঠোর আইন এনেছিলাম। অপরাধীদের নাম যাতে প্রকাশ্যে আসে, তা সুনিশ্চিত করার পাশাপাশি কঠোর সাজার বন্দোবস্ত রেখেছিলাম।’ 

আর ইউনুস নিয়ে হাসিনা বলেন, ‘ক্ষমতায় এসেছেন একজন সুদখোর, জঙ্গিনেতা ইউনুস। ইউনুস নারী ক্ষমতায়ণ এবং দারিদ্র বিমোচনের কথা বলছেন। কিন্তু কাজের কাজ হচ্ছে কোথায়? ইউনুসের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে এবং নারী জাতির সম্ভ্রম রক্ষা করতে হবে।’ প্রসঙ্গত, বাংলাদেশে নারী নির্যাতন এবং ধর্ষণের ঘটনা ক্রমেই বাড়ছে বলে দাবি করা হয়েছে বাংলাদেশি সংবাদমাধ্যমে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন ধরেই সমালোচনার ঝড় উঠেছিল। মাগুরার ঘটনার পরে সেই ঝড় রাস্তায় নেমে এসেছে।

উল্লেখ্য, মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছিল। সেই নির্যাতিতার দিদির স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে আসামি করে মামলা করা হয়েছে। অভিযুক্তদের পুলিশ গ্রেফতার করেছে ইতিমধ্যেই। পাশবিক নির্যাতনের কারণে শিশুটির যৌনাঙ্গে ক্ষত ছিল। গলাতেও গভীর দাগ ছিল সেই নাবালিকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *