দক্ষিণী রাজ্যগুলির সঙ্গে একদিকে যখন কার্যত ভাষাযুদ্ধে অবতীর্ণ কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার, ঠিক সেই সময়েই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়ো ও কিছু ছবি এই বিতর্কের আগুনে আরও খানিকটা ঘৃতাহুতি দিল! এক সোশাল মিডিয়া ইউজার একটি ভিডিয়ো পোস্ট করে দাবি করেন, কর্ণাটকের বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরের ডিসপ্লে বোর্ড থেকে নাকি হিন্দি ভাষা সরিয়ে দেওয়া হয়েছে।
গত সপ্তাহেই সোশাল মিডিয়ায় এই ভিডিয়ো রীতিমতো ভাইরাল হয়। তাতে দাবি করা হয়, ভিডিয়োয় দেখানো ডিসপ্লে বোর্ডটি নাকি বেঙ্গালুরুর আন্তর্জাতিক বিমানবন্দরের। যে বোর্ডে বিভিন্ন উড়ানের নাম, তাদের গন্তব্য এবং আসা ও যাওয়ার সময় উল্লেখ করা রয়েছে। আর সবটাই রয়েছে স্থানীয় ভাষা কন্নড় এবং ইংরেজিতে। আর তাতেই ডিসপ্লে বোর্ড থেকে হিন্দি বাদ দেওয়া হয়েছে বলে দাবি করে সমাজমাধ্যমে পোস্ট করেন ওই নেট ইউজার।
সেই পোস্টের সঙ্গে কন্নড় ভাষাতেই একটি ক্যাপশন লেখা হয়। যার মর্মার্থ হল – ‘বেঙ্গালুরুর আন্তর্জাতিক বিমানবন্দরের ডিজিট্যাল ডিসপ্লে বোর্ডগুলি থেকে হিন্দি ভাষা সরিয়ে দেওয়া হয়েছে। কন্নড়রা হিন্দি চাপিয়ে দেওয়ার প্রতিরোধ করছেন। এটা অবশ্যই খুব ভালো একটি পদক্ষেপ।’
এরপর ওই একই সোশাল মিডিয়া ইউজার বিমানবন্দরের একাধিক ডিসপ্লে বোর্ডের ছবি তুলে তা সমাজমাধ্যমে পোস্ট করেন। দেখা যায়, তার সবক’টিতে কেবলমাত্র কন্নড় ও ইংরেজি ভাষা ব্যবহার করা হয়েছে।
এহেন পোস্ট দেখে কিছু মানুষ যেমন খুশি হয়েছে, তেমনই কিছু মানুষ বেজায় চটেও গিয়েছে। এবং তা নিয়ে যথারীতি সোশাল মিডিয়ার দেওয়ালে দেওয়ালে ঝড় বয়ে গিয়েছে!
যদিও এরই মধ্য়ে রবিবার সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। তারা জানায়, ডিসপ্লে বোর্ডের নিয়মে কোনও বদল আনা হয়নি। ওই বিবৃতির বয়ান অনুসারে, ‘উড়ানের তথ্য সরবরাহকারী ব্যবস্থাপনায় কোনও বদল আনা হয়নি। পুরোনো নিয়ম অনুসারেই, ডিসপ্লে বোর্ডে ইংরেজি ও কন্নড় ভাষা ব্যবহার করা হয়েছে। যাতে যাত্রীদের কার্যকরীভাবে সহযোগিতা করা সম্ভব হয়। এর পাশাপাশি, বিমানবন্দরে যেখানে যত প্রতীক ব্যবহার করা হয়, সেগুলি একইসঙ্গে ইংরেজি, কন্নড় ও হিন্দিতে লেখা হয়।’
প্রসঙ্গত, সম্প্রতি বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড তাদের ওয়েবসাইটেও কন্নড় ভাষা ব্যবহারের একটি নয়া ব্যবস্থাপনা বা বিকল্প চালু করেছে। তারপরই বিমানবন্দরে ভাষার ব্যবহার সংক্রান্ত উপরোক্ত ভিডিয়োটি ভাইরাল হয়।
তাদের ওয়াবসাইটে কন্নড় ভাষা সংযুক্ত করার বিষয়ে সোমবার একটি বিবৃতি প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, এতে সাধারণ যাত্রীরাই উপকৃত হবেন।