হঠাৎই বুকে ব্যথা, চেন্নাইয়ের চেন্নাইয়ের গ্রিমস রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এআর রহমানকে(A R Rahman)। সুরকারকে জরুরী বিভাগে ভর্তি করা হয়েছে বলে খবর।
জানা যাচ্ছে, রবিবার সকালে ৭. ৩০ মিনিটে তাঁকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা ইতিমধ্যেই তাঁর অ্যাঞ্জিওগ্রাফি করেছেন বলে খবর। এছাড়া ECG, ইকো কার্ডিওগ্রামও করা হয়েছে অস্কারজয়ী সঙ্গীত পরিচালকের। তাঁর চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম তৈরি করা হয়েছে।
প্রসঙ্গত ৫৭ বছর বয়সী এই শিল্পী দীর্ঘদিন বলিউড ও দক্ষিণী সিনেমার সঙ্গেও যুক্ত। ২০০৯ সালে স্লামডগ মিলিয়নিয়ার (Slumdog Millionaire) ছবিতে সঙ্গীত পরিচালনার জন্য অস্কার পান তিনি। যদিও শিল্পীর অসুস্থতা নিয়ে তাঁর পরিবারের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে রহমানের অসুস্থার খবরে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা, তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।