সরকারি অঙ্গনওয়াড়ি কেন্দ্র দখল করে পার্টি অফিস তৈরির অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযোগ ১০ বছর আগে ওই পার্টি অফিস তৈরি হলেও নেতার আতঙ্কে এতদিন মুখ খুলতে পারেননি কেউ। পুরুল্যার আড়শা ব্লকের বেলডি গ্রাম পঞ্চায়েত এলাকার যাত্রাটাঁড় গ্রামের ঘটনা। অভিযুক্ত তৃণমূল নেতা রঞ্জিত গড়াইয়ের দাবি, ICDS কেন্দ্রের জন্য ৫ লক্ষ টাকার বাকি নেওয়া হয়েছিল। সেই টাকা শোধ করেছেন তিনি। সেই টাকা শোধ না হওয়া পর্যন্ত বাড়ি ছাড়বেন না তিনি।
পুরুল্যার আড়শা ব্লকের প্রত্যন্ত বেলডি গ্রাম পঞ্চায়েতের এক কোণে যাত্রাটাঁড় ICDS কেন্দ্রটি। ২০১৫ সালে পঞ্চায়েত সমিতি সেখানে ১২ লক্ষ ৬০ হাজার টাকার টেন্ডার ডেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি তৈরি করে। অভিযোগ গত ৫ – ৬ বছর ধরে সেখানে বসবাস করছেন স্থানীয় তৃণমূল নেতা রঞ্জিত গড়াই। সঙ্গে সেখানে তৃণমূলের পার্টি অফিস খুলে বসেছেন তিনি। তার সামনে পত পত করে উড়ছে তৃণমূলের পতাকা।
ওদিকে ICDS কেন্দ্রের রান্না হচ্ছে কয়েক শ মিটার দূরে একটি প্রাথমিক স্কুলের পরিত্যক্ত ঘরে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রাঁধুনির জানান, ICDS কেন্দ্রে ঢুকতে দেন না রঞ্জিত গড়াই। সে ওই ঘর দখল করে রেখেছে। আমি এখানেই রান্না করি। আমার ওপর আরও এক জায়গায় রান্নার দায়িত্ব রয়েছে। সেই কাজ করে এখানে আসি।
অভিযুক্ত তৃণমূল নেতা রঞ্জিত গড়াই বলেন, ICDS কেন্দ্রের ঠিকাদার ৪ লক্ষ ৭৩ হাজার টাকা বাকি করে গেছিলেন। সেই টাকা আমি মিটিয়েছি। আমার টাকা দিয়ে দিক, আমি ঘরের চাবি দিয়ে দেব।
পুরুল্যা জেলা পরিষদের সভাপতি নিবেদিতা মাহাতো বলেন। এব্যাপারে আমি কিছু জানি না। ICDS কেন্দ্র কেউ দখল করে থাকলে সে বেআইনি কাজ করছে। আমি বিষয়টি খতিয়ে দেখব।