Income Tax Analysis। ১২ লাখের একটু বেশি আয়ে করলে কী হবে?

Spread the love

আয়কর নিয়ে বাজেটে নির্মলা সীতারামনের(Nirmala Sitharaman) বড় ঘোষণার পর থেকেই অনেকের মনে প্রশ্ন জেগেছে, যদি ১২ লাখ টাকার একটু বেশি আয় হয়, তাহলে কি চড়া আয়কর দিতে হবে? ‘না’। মার্জিনাল রিলিফের ফলে আয়করের হার তাতে কমে যাবে। তবে এর জেরে ১২ লাখের ওপরে যে টাকা সেই করদাতা আয় করেছিলেন, তার পুরোটাই তাঁকে আয়কর হিসেবে দিয়েই দিতে হবে।

হিসেব বলছে, কোনও করদাতা ১২ লাখ ১০ হাজার টাকা আয় করলে মার্জিনাল রিলিফ ছাড়া তাঁর কর হত ৬১ হাজার ৫০০ টাকা। তবে মার্জিনাল রিলিফে তাঁর আয় হবে ১০ হাজার টাকা। এই আবহে ১২ লাখের ওপরে সংশ্লিষ্ট করদাতা যে পরিমাণ উপার্জন করেছেন, তার পুরোটাই আয়কর বাবদ দিয়ে দিতে হবে তাঁকে। এদিকে কারও আয় যদি ১২ লাখ ৫০ হাজার টাকা হয়ে থাকে, তাহলে মার্জিনাল রিলিফ ছাড়া তাঁকে ৬৭ হাজার ৫০০ টাকা আয়কর দিতে হত। তবে মার্জিনাল রিলিফ দিয়ে সেই পরিমাণ নেমে আসছে ৫০ হাজার টাকায়। তবে এর ফলে ১২ লাখের ওপরে আয় করা পুরো অর্থই আয়কর বাবদ দিয়ে দিতে হচ্ছে। এদিকে কারও আয় ১২ লাখ ৭০ হাজার টাকা হলে মার্জিনাল রিলিফ ছাড়া তাঁকে ৭০ হাজার ৫০০ টাকা কর দিতে হত। মার্জিনাল রিলিফ পেয়ে সেই ব্যক্তির আয়কর হবে ৭০ হাজার টাকা। এই ক্ষেত্রে মার্জিনাল রিলিফের জন্যে সংশ্লিষ্ট করদাতার মাত্র ৫০০ টাকা সঞ্চয় হচ্ছে।

উল্লেখ্য, এবারের বাজেটে আয়কর নিয়ে অনেক প্রত্যাশা ছিল অনেকেরই। সেই প্রত্যাশা পূরণ করে বড় ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারাম। তিনি জানিয়ে দেন, ১২ লাখ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোনও আয়কর দিতে হবে না। এরই সঙ্গে হেরফের করা হয়েছে ট্যাক্স স্ল্যাবে। যুক্ত করা হল ২৫ শতাংশ আয়করের ‘স্ল্যাব’। নয়া স্ল্যাব অনুযায়ী, এবার ৪ লাখ টাকা পর্যন্ত আয়কর শূন্য। এরপর ৪ লাখ থেকে ৮ লাখে আয়কর ৫ শতাংশ। ৮ লাখ থেকে ১২ লাখে আয়কর ১০ শতাংশ। ১২ লাখ থেকে ১৬ লাখে আয়কর ১৫ শতাংশ। ১৬ লাখ থেকে ২০ লাখে আয়কর ২০ শতাংশ। ২০ থেকে ২৪ লাখে আয়কর ২৫ শতাংশ এবং ২৪ লাখের ওপরে আয়কর ৩০ শতাংশ।

এই আবহে আগের তুলনায় নয়া আয়কর ঘোষণার পর থেকে করদাতাদের কত ‘লাভ’ হবে? বাজেট নথি হিসেবে, যাদের আয় ৮ লাখ টাকা, আগের থেকে এবার তাদের ৩০ হাজার টাকা বেশি লাভ হবে। এদিকে যাগের আয় ৯ লাখ টাকা, তাদের আগের তুলনায় ৪০ হাজার টাকা বেশি লাভ হবে। এদিকে যাদের আয় ১০ লাখ টাকা, তাদের আগের থেকে ৫০ হাজার টাকা বেশি লাভ হবে। এদিকে যাঁর আয় ১২ লাখ টাকা, তাঁর ৮০,০০০ টাকা আয়কর বাঁচবে। যাঁর আয় ১৬ লাখ টাকা, তাঁর আয়কর বাঁচবে ৫০,০০০ টাকা। যে করদাতার আয় ১৮ লাখ টাকা, তাঁর আয়কর বাঁচবে ৭০,০০০ টাকা। যাঁর আয় ২০ লাখ টাকা, তাঁর আয়কর বাবদ বাঁচবে ৯০,০০০ টাকা। যে করদাতার আয় ২৫ লাখ টাকা, তাঁর আয়কর বাবদ বাঁচবে ১,১০,০০০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *